ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

হাসাদাহ করিমপুরে প্রতিপক্ষের আঘাতে পিতা-পুত্র আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হাসাদাহ:

জীবননগর উপজেলার করিমপুরে বাড়ির ভেতর দিয়ে যাতায়াতের রাস্তা না দেওয়ায় প্রতিপক্ষের আঘাতে পিতা-পুত্রসহ পরিবারের নারী সদস্যরা আহত

হয়েছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহত গৃহকর্তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের করিমপুর গ্রামের মসজিদপাড়ার ইসমাইল হোসেনের ছেলে সোহেল রানা বলেন, ‘আমাদের বাড়ির  ভেতর দিয়ে এলাকার কিছু মানুষ মাঠে যাতায়াত করত। কিন্তু বর্তমানে সে অবস্থা না থাকায় আমরা রাস্তাটি বন্ধ করে দিই। এ ঘটনায় সোমবার সকাল নয়টার দিকে হাসাদহ মাঝপাড়ার আলী হোসেনের ছেলে তারিক, বকুল হোসেনের ছেলে মিলন ও মুজিবুরের ছেলে শফি তাদের লোকজন নিয়ে আমাদের বাড়িতে হঠাৎ প্রবেশ করে আমাদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা আমার ও বাবার ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। তারা আমাদের বাড়ি ঘরে প্রবেশ করে ঘরে থাকা মালামাল তছনছ করে এবং ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আমাদের প্রতিবেশীরা তাদের ঠেকাতে গেলে তারা প্রতিবেশীদের ওপরও হামলা চালায়। তাদের তাণ্ডবে আমরা প্রতিবেশীরা আতঙ্ক হয়ে পড়ে। তারা প্রায় আধা ঘণ্টা ধরে আমাদের বাড়িতে তাণ্ডব চালায়। তারা চলে যাওয়ার পর আমার বাবাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করি।’

হাসাদহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আব্দুল গনি বলেন, ‘ঘটনার কথা শুনেছি। তবে তারিকের নেতৃত্বে যে হামলা করা হয়েছে, তা এক ধরনের বর্বরতা। এক গ্রাম থেকে গিয়ে আরেক গ্রামে হামলার ঘটনা চরম অপরাধ।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার দাস বলেন, ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হাসাদাহ করিমপুরে প্রতিপক্ষের আঘাতে পিতা-পুত্র আহত

আপলোড টাইম : ০৮:০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২

প্রতিবেদক, হাসাদাহ:

জীবননগর উপজেলার করিমপুরে বাড়ির ভেতর দিয়ে যাতায়াতের রাস্তা না দেওয়ায় প্রতিপক্ষের আঘাতে পিতা-পুত্রসহ পরিবারের নারী সদস্যরা আহত

হয়েছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহত গৃহকর্তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের করিমপুর গ্রামের মসজিদপাড়ার ইসমাইল হোসেনের ছেলে সোহেল রানা বলেন, ‘আমাদের বাড়ির  ভেতর দিয়ে এলাকার কিছু মানুষ মাঠে যাতায়াত করত। কিন্তু বর্তমানে সে অবস্থা না থাকায় আমরা রাস্তাটি বন্ধ করে দিই। এ ঘটনায় সোমবার সকাল নয়টার দিকে হাসাদহ মাঝপাড়ার আলী হোসেনের ছেলে তারিক, বকুল হোসেনের ছেলে মিলন ও মুজিবুরের ছেলে শফি তাদের লোকজন নিয়ে আমাদের বাড়িতে হঠাৎ প্রবেশ করে আমাদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা আমার ও বাবার ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। তারা আমাদের বাড়ি ঘরে প্রবেশ করে ঘরে থাকা মালামাল তছনছ করে এবং ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আমাদের প্রতিবেশীরা তাদের ঠেকাতে গেলে তারা প্রতিবেশীদের ওপরও হামলা চালায়। তাদের তাণ্ডবে আমরা প্রতিবেশীরা আতঙ্ক হয়ে পড়ে। তারা প্রায় আধা ঘণ্টা ধরে আমাদের বাড়িতে তাণ্ডব চালায়। তারা চলে যাওয়ার পর আমার বাবাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করি।’

হাসাদহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আব্দুল গনি বলেন, ‘ঘটনার কথা শুনেছি। তবে তারিকের নেতৃত্বে যে হামলা করা হয়েছে, তা এক ধরনের বর্বরতা। এক গ্রাম থেকে গিয়ে আরেক গ্রামে হামলার ঘটনা চরম অপরাধ।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার দাস বলেন, ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।