ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

হারদীতে নির্বাচনী অফিসে ছবি টাঙানো নিয়ে উত্তেজনা

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৮:৪৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • / ৪৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকার প্রতীকের ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থী আসিকুর রহমান ওল্টুর কর্মীরা নৌকার অফিস ভেঙেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নুরু। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

জানা গেছে, হারদী ইউনিয়ন বিএনপির প্রধান অফিসে শামসুজ্জামান দুদুর ছবি, শহিদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবির পাশে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ছবি টাঙিয়ে নির্বাচনী অফিস করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসিকুর রহমান ওল্টু। রাব্বি নামের এক কর্মী ওই অফিসে গিয়ে বলেন, ‘আপনি নির্বাচনী অফিস করেছেন ভালো। কিন্তু বিএনপির অফিসে এমপি ছেলুনের ছবি থাকবে না। এই নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওল্টুর কর্মী-সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম নুরুর সমর্থকদের বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরে ওল্টুর কর্মীরা নৌকার প্রার্থী নুরুল ইসলামের অফিস ভাঙচুর করে। পরে উত্তেজিত লোকজন ওল্টুর অফিসের শার্টারে পাল্টা আঘাত করে। খবর পেয়ে আলমডাঙ্গা থানার ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম নুরুর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসিকুর রহমান ওল্টুর সাথে কথা বলতে গেলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হারদীতে নির্বাচনী অফিসে ছবি টাঙানো নিয়ে উত্তেজনা

আপলোড টাইম : ০৮:৪৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকার প্রতীকের ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থী আসিকুর রহমান ওল্টুর কর্মীরা নৌকার অফিস ভেঙেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নুরু। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

জানা গেছে, হারদী ইউনিয়ন বিএনপির প্রধান অফিসে শামসুজ্জামান দুদুর ছবি, শহিদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবির পাশে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ছবি টাঙিয়ে নির্বাচনী অফিস করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসিকুর রহমান ওল্টু। রাব্বি নামের এক কর্মী ওই অফিসে গিয়ে বলেন, ‘আপনি নির্বাচনী অফিস করেছেন ভালো। কিন্তু বিএনপির অফিসে এমপি ছেলুনের ছবি থাকবে না। এই নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওল্টুর কর্মী-সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম নুরুর সমর্থকদের বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরে ওল্টুর কর্মীরা নৌকার প্রার্থী নুরুল ইসলামের অফিস ভাঙচুর করে। পরে উত্তেজিত লোকজন ওল্টুর অফিসের শার্টারে পাল্টা আঘাত করে। খবর পেয়ে আলমডাঙ্গা থানার ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম নুরুর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসিকুর রহমান ওল্টুর সাথে কথা বলতে গেলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত।