ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার ড্রপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদী) এমএসআর সামগ্রী সরবরাহের টেন্ডার ড্রপকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। এসময় রুবেল নামের এক যুবক রক্তাক্ত জখম হয়েছেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ইউনিয়ন পরিষদে দুই পক্ষের উপস্থিতিতে আপস-মীমাংসা করা হয়।

জানা যায়, আলমডাঙ্গা উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২২-২০২৩ অর্থবছরে এমএসআর সামগ্রী সরবরাহের জন্য টেন্ডার আহ্বান করা হয়। ৫১ লাখ টাকা মূল্যের মেডিসিন, সার্জিক্যালসহ চিকিৎসার বিভিন্ন সামগ্রী সরবরাহের লক্ষে গতকাল টেন্ডার ড্রপের তারিখ নির্ধারিত ছিল। নির্ধারিত দিনে বেশ কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে অবস্থান নিয়ে অনেকেই টেন্ডার ড্রপ করতে হারদী হাসপাতালে যান। এসময় সাজ্জাদুল ইসলাম স্বপনের লোকজন টেন্ডার ড্রপে বাধা প্রদান করলে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় অপর পক্ষের আলাল উদ্দিন, আহসান হাবিবসহ বেশ কয়েকজন হাসপাতালের মধ্যে টেন্ডার ড্রপ করতে গেলে দুপক্ষের মধ্যে বিরোধ বেধে যায়। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশেন লাঠিচার্জে দুই পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ইউনিয়ন পরিষদে বসে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা করা হয়।

এ বিষয়ে হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু জানান, ‘টেন্ডার ড্রপকে কেন্দ্র করে ছোটখাটো একটা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল। পরে বিষয়টি আমি মীমাংসা করে দিয়েছি।’ এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, ‘অনেকেই টেন্ডার ড্রপ করেছেন। ১৪ দিন পর যাচাই-বাছাই সভার মূল্যায়ন শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার ড্রপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা

আপলোড টাইম : ০৯:৪৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদী) এমএসআর সামগ্রী সরবরাহের টেন্ডার ড্রপকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। এসময় রুবেল নামের এক যুবক রক্তাক্ত জখম হয়েছেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ইউনিয়ন পরিষদে দুই পক্ষের উপস্থিতিতে আপস-মীমাংসা করা হয়।

জানা যায়, আলমডাঙ্গা উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২২-২০২৩ অর্থবছরে এমএসআর সামগ্রী সরবরাহের জন্য টেন্ডার আহ্বান করা হয়। ৫১ লাখ টাকা মূল্যের মেডিসিন, সার্জিক্যালসহ চিকিৎসার বিভিন্ন সামগ্রী সরবরাহের লক্ষে গতকাল টেন্ডার ড্রপের তারিখ নির্ধারিত ছিল। নির্ধারিত দিনে বেশ কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে অবস্থান নিয়ে অনেকেই টেন্ডার ড্রপ করতে হারদী হাসপাতালে যান। এসময় সাজ্জাদুল ইসলাম স্বপনের লোকজন টেন্ডার ড্রপে বাধা প্রদান করলে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় অপর পক্ষের আলাল উদ্দিন, আহসান হাবিবসহ বেশ কয়েকজন হাসপাতালের মধ্যে টেন্ডার ড্রপ করতে গেলে দুপক্ষের মধ্যে বিরোধ বেধে যায়। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশেন লাঠিচার্জে দুই পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ইউনিয়ন পরিষদে বসে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা করা হয়।

এ বিষয়ে হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু জানান, ‘টেন্ডার ড্রপকে কেন্দ্র করে ছোটখাটো একটা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল। পরে বিষয়টি আমি মীমাংসা করে দিয়েছি।’ এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, ‘অনেকেই টেন্ডার ড্রপ করেছেন। ১৪ দিন পর যাচাই-বাছাই সভার মূল্যায়ন শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’