ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

হাটবোয়ালিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফের দাফন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / ৪৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও সেনা সদস্য আব্দুল মান্নাফের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় জানাজা শেষে হাটবোয়ালিয়ায় হাঁটুভাঙ্গা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফের দাফনের পূর্বে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাসের উপস্থিতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইকরামুল হকের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। পাশাপাশি বাহিনীর রীতি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সশস্ত্র সালাম ও শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্টের গার্ড অব অনার টিমের প্রধান রেজাউল ইসলাম। জানাজা ও দাফনকার্যে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাবেক কমান্ডার সুলতান, বশির উদ্দিন, নাসির উদ্দিন, আব্দুর রহমান ধুনা, আবুল হোসেন, সোয়েব উদ্দীন, মোজাম্মেল হক, রেজাউল হক, নিজামুল হকসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন স্তরের মানুষ।

উল্লেখ্য, গত সোমবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফের বুকে ব্যথা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতাল ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার সময় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফ বিল্লাল হাটুভাঙ্গা গ্রামের মৃত মুফাতুল্লার ছেলে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হাটবোয়ালিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফের দাফন

আপলোড টাইম : ১০:৫৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও সেনা সদস্য আব্দুল মান্নাফের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় জানাজা শেষে হাটবোয়ালিয়ায় হাঁটুভাঙ্গা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফের দাফনের পূর্বে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাসের উপস্থিতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইকরামুল হকের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। পাশাপাশি বাহিনীর রীতি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সশস্ত্র সালাম ও শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্টের গার্ড অব অনার টিমের প্রধান রেজাউল ইসলাম। জানাজা ও দাফনকার্যে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাবেক কমান্ডার সুলতান, বশির উদ্দিন, নাসির উদ্দিন, আব্দুর রহমান ধুনা, আবুল হোসেন, সোয়েব উদ্দীন, মোজাম্মেল হক, রেজাউল হক, নিজামুল হকসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন স্তরের মানুষ।

উল্লেখ্য, গত সোমবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফের বুকে ব্যথা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতাল ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার সময় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফ বিল্লাল হাটুভাঙ্গা গ্রামের মৃত মুফাতুল্লার ছেলে।