ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় আলমসাধুচালকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • / ৫৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় লালন মণ্ডল (৪২) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালন মণ্ডল উপজেলার কাপাশহাটিয়া গ্রামের আহমেদ মণ্ডলের ছেলে। নিহতের প্রতিবেশী সাকিব হোসেন জানান, গতকাল মঙ্গলবার সকালে লালন মণ্ডল বাড়ি থেকে আলমসাধু নিয়ে সোহাগপুর গ্রামের মাঠের একটি মৎস্য খামারে যান। সেখান থেকে মাছ বোঝায় করে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথে চারাতলা এলাকায় পৌঁছালে আলমসাধুর সামনের চাকা ভেঙে রাস্তায় উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিমন পারভেজ জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় আলমসাধুচালকের মৃত্যু

আপলোড টাইম : ০৮:৫০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় লালন মণ্ডল (৪২) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালন মণ্ডল উপজেলার কাপাশহাটিয়া গ্রামের আহমেদ মণ্ডলের ছেলে। নিহতের প্রতিবেশী সাকিব হোসেন জানান, গতকাল মঙ্গলবার সকালে লালন মণ্ডল বাড়ি থেকে আলমসাধু নিয়ে সোহাগপুর গ্রামের মাঠের একটি মৎস্য খামারে যান। সেখান থেকে মাছ বোঝায় করে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথে চারাতলা এলাকায় পৌঁছালে আলমসাধুর সামনের চাকা ভেঙে রাস্তায় উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিমন পারভেজ জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়।