ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

স্বামী-স্ত্রীর বিরোধ মেটাতে গিয়ে যুবক জখম!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় স্বামী স্ত্রীর বিরোধ মেটাতে যাওয়ায় নাহিদ ইসলাম (২২) নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জখম নাহিদ ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানীপাড়ার আসাদুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সুমিরদিয়া ইটেরভাটার অদূরে নাহিদ ইসলাম ও তার নিকট আত্মীয়ের একটি মুরগির খামার আছে। খামারের পাশেই বাদশার ছেলে রাজু হোসেন (৩০) তার পরিবার নিয়ে বসবাস করে। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে রাজু হোসেন ও তার স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এসময় নাহিদ তাদের বিরোধ মেটাতে চেষ্টা করলে রাজুর হাতে থাকা দা দিয়ে নাহিদের মাথায় কোপ মারে। নাহিদ রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে গেলে রাজু সেখান থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে নাহিদের পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

জখম নাহিদ ইসলাম বলেন, ‘আমি মুরগির খামারে কাজ করছিলাম। এসময় রাজু ও তার স্ত্রী রাস্তায় এসে দুজনের মধ্যে গণ্ডগোল করছিল। আমি তাদেরকে শান্ত করতে গেলে রাজু তার হাতে থাকা দা দিয়ে আমার মাথায় দুটি কোপ মেরে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যাক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা খালিদ হাসান বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সদস্যরা নাহিদকে জরুরি বিভাগে নেয়। তার মাথায় দুটি কোপের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়। তার ক্ষতস্থানে দুটি সেলাই দেওয়া হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

স্বামী-স্ত্রীর বিরোধ মেটাতে গিয়ে যুবক জখম!

আপলোড টাইম : ০৫:৫৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় স্বামী স্ত্রীর বিরোধ মেটাতে যাওয়ায় নাহিদ ইসলাম (২২) নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জখম নাহিদ ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানীপাড়ার আসাদুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সুমিরদিয়া ইটেরভাটার অদূরে নাহিদ ইসলাম ও তার নিকট আত্মীয়ের একটি মুরগির খামার আছে। খামারের পাশেই বাদশার ছেলে রাজু হোসেন (৩০) তার পরিবার নিয়ে বসবাস করে। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে রাজু হোসেন ও তার স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এসময় নাহিদ তাদের বিরোধ মেটাতে চেষ্টা করলে রাজুর হাতে থাকা দা দিয়ে নাহিদের মাথায় কোপ মারে। নাহিদ রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে গেলে রাজু সেখান থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে নাহিদের পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

জখম নাহিদ ইসলাম বলেন, ‘আমি মুরগির খামারে কাজ করছিলাম। এসময় রাজু ও তার স্ত্রী রাস্তায় এসে দুজনের মধ্যে গণ্ডগোল করছিল। আমি তাদেরকে শান্ত করতে গেলে রাজু তার হাতে থাকা দা দিয়ে আমার মাথায় দুটি কোপ মেরে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যাক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা খালিদ হাসান বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সদস্যরা নাহিদকে জরুরি বিভাগে নেয়। তার মাথায় দুটি কোপের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়। তার ক্ষতস্থানে দুটি সেলাই দেওয়া হয়েছে।’