ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

স্থগিতকৃত বেতনস্কেল চালুর দাবিতে চুয়াডাঙ্গায় স্মারকলিপি পেশ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৩০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
  • / ৩৫ বার পড়া হয়েছে

স্থগিতকৃত উচ্চতর বেতনস্কেল চালুর দাবিতে চুয়াডাঙ্গায় ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি পেশ ও মানববন্ধন করা হয়েছে। চুুয়াডাঙ্গায় কর্মরত ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা ও ভুমি উপ-সহকারী কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন চত্বরে এ মানববন্ধন করেন। এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের মাধ্যমে ভূমি মন্ত্রনালয়ের সচিব বরাবর স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি প্রদান ও মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি আতিকুল হক ও সাধারণ সম্পাদক বজলুর রহমান জোয়ার্দ্দার। এছাড়া সমিতির সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারী নেতারা তাদের বক্তব্যে বলেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত একাধিকবার আমাদের বেতন স্কেল এবং পদোন্নতি প্রদানের বিষয়ে আশ্বাস প্রদান করা হলেও কার্যত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমাদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ না করে বরং অনাকাঙ্খিতভাবে আমাদের উচ্চতর বেতন স্থগিত করা হয়। সেই কারণে আমরা দীর্ঘদিন ধরে নিম্নস্কেলে বেতন গ্রহণ করছি। এতে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এছাড়াও আমাদের লোকবল অর্ধেকে নেমে এসেছে। সেইজন্য আগামী ১৫ জানুয়ারির মধ্যে বেতন স্কেল বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ের স্থগিতদেশ প্রত্যাহার ও ৩ মাসের মধ্যে নতুন নিয়ােগ এবং ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করতে হবে।

অন্যদিকে, মৃত্যুবরণ, অবসরজনিত কারণে লোকবল প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ পর্যায়ে কর্মরতদের দাপ্তরিক কাজ প্রতিপালন করা কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও রাতদিন পরিশ্রম করে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় ভূমি উন্নয়ন কর পাইলটিং করা, ই-নামজারী ইত্যাদি পরিবারের লোকজনদেরকে কাজে লাগিয়ে বাস্তবায়ন করছে। বিষয়গুলো কর্তৃপক্ষ জ্ঞাত থাকা সত্ত্বেও কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে, নিষ্পত্তির পদক্ষেপ গ্রহণ না করে বরং ভূমি মন্ত্রণালয় হতে ২৫/০৭/২০১৩ খ্রিঃ তারিখের ৩১.০০.০০০০.০৪৬.১২.২০৮.১২-৫২৬ নং স্মারকে বেতনের স্থগিতাদেশ প্রত্যাহার না করে সর্বশেষ ২৩/০৯/২০২১ খ্রিঃ তারিখের ৩৮১ নং স্মারকে চূড়ান্ত নিষ্পত্তিকৃত বিষয়টিকে উপেক্ষা করে পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ০৩/১০/২০২১ খ্রিঃ তারিখে ৪২৩ নং স্মারক প্রদান করায় অত্র সংগঠনের সকল পর্যায়ের কর্মকর্তাদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য মাননীয় ভুমি মন্ত্রনালয়ের সচিব মহোদয় অনুরোধ করেন বক্তারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

স্থগিতকৃত বেতনস্কেল চালুর দাবিতে চুয়াডাঙ্গায় স্মারকলিপি পেশ ও মানববন্ধন

আপলোড টাইম : ১০:৩০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২

স্থগিতকৃত উচ্চতর বেতনস্কেল চালুর দাবিতে চুয়াডাঙ্গায় ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি পেশ ও মানববন্ধন করা হয়েছে। চুুয়াডাঙ্গায় কর্মরত ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা ও ভুমি উপ-সহকারী কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন চত্বরে এ মানববন্ধন করেন। এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের মাধ্যমে ভূমি মন্ত্রনালয়ের সচিব বরাবর স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি প্রদান ও মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি আতিকুল হক ও সাধারণ সম্পাদক বজলুর রহমান জোয়ার্দ্দার। এছাড়া সমিতির সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারী নেতারা তাদের বক্তব্যে বলেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত একাধিকবার আমাদের বেতন স্কেল এবং পদোন্নতি প্রদানের বিষয়ে আশ্বাস প্রদান করা হলেও কার্যত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমাদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ না করে বরং অনাকাঙ্খিতভাবে আমাদের উচ্চতর বেতন স্থগিত করা হয়। সেই কারণে আমরা দীর্ঘদিন ধরে নিম্নস্কেলে বেতন গ্রহণ করছি। এতে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এছাড়াও আমাদের লোকবল অর্ধেকে নেমে এসেছে। সেইজন্য আগামী ১৫ জানুয়ারির মধ্যে বেতন স্কেল বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ের স্থগিতদেশ প্রত্যাহার ও ৩ মাসের মধ্যে নতুন নিয়ােগ এবং ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করতে হবে।

অন্যদিকে, মৃত্যুবরণ, অবসরজনিত কারণে লোকবল প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ পর্যায়ে কর্মরতদের দাপ্তরিক কাজ প্রতিপালন করা কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও রাতদিন পরিশ্রম করে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় ভূমি উন্নয়ন কর পাইলটিং করা, ই-নামজারী ইত্যাদি পরিবারের লোকজনদেরকে কাজে লাগিয়ে বাস্তবায়ন করছে। বিষয়গুলো কর্তৃপক্ষ জ্ঞাত থাকা সত্ত্বেও কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে, নিষ্পত্তির পদক্ষেপ গ্রহণ না করে বরং ভূমি মন্ত্রণালয় হতে ২৫/০৭/২০১৩ খ্রিঃ তারিখের ৩১.০০.০০০০.০৪৬.১২.২০৮.১২-৫২৬ নং স্মারকে বেতনের স্থগিতাদেশ প্রত্যাহার না করে সর্বশেষ ২৩/০৯/২০২১ খ্রিঃ তারিখের ৩৮১ নং স্মারকে চূড়ান্ত নিষ্পত্তিকৃত বিষয়টিকে উপেক্ষা করে পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ০৩/১০/২০২১ খ্রিঃ তারিখে ৪২৩ নং স্মারক প্রদান করায় অত্র সংগঠনের সকল পর্যায়ের কর্মকর্তাদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য মাননীয় ভুমি মন্ত্রনালয়ের সচিব মহোদয় অনুরোধ করেন বক্তারা।