ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

সেলফি নিতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
  • আপলোড টাইম : ০৭:০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ব্রিজের ওপর সেলফি নিতে গিয়ে হুসাইন (১১) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আলমডাঙ্গা শহরে লাল ব্রিজের ওপর ‘ঈদ স্পেশাল’ ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইন আলমডাঙ্গা উপজেলায় কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, বিকেলে হুসাইনসহ কয়েকজন লাল ব্রিজে ঘুরতে আসে। ব্রিজের ওপর রেললাইনের উপরে সেলফি নিচ্ছিল। এসময় হঠাৎ খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ‘ঈদ স্পেশাল’ ট্রেনটি ব্রিজের ওপর চলে আসে। এতে ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে যায় হুসাইন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার মোখলেসুর রহমান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে লাল ব্রিজের নিচ থেকে হুসাইনের লাশ উদ্ধার করি। পরে তা রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মাসুদ রানা বলেন, লাল ব্রিজের ওপরে সেলফি নিতে গিয়ে ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে কিশোর হুসাইনের মৃত্যু হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সেলফি নিতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

আপলোড টাইম : ০৭:০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ব্রিজের ওপর সেলফি নিতে গিয়ে হুসাইন (১১) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আলমডাঙ্গা শহরে লাল ব্রিজের ওপর ‘ঈদ স্পেশাল’ ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইন আলমডাঙ্গা উপজেলায় কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, বিকেলে হুসাইনসহ কয়েকজন লাল ব্রিজে ঘুরতে আসে। ব্রিজের ওপর রেললাইনের উপরে সেলফি নিচ্ছিল। এসময় হঠাৎ খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ‘ঈদ স্পেশাল’ ট্রেনটি ব্রিজের ওপর চলে আসে। এতে ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে যায় হুসাইন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার মোখলেসুর রহমান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে লাল ব্রিজের নিচ থেকে হুসাইনের লাশ উদ্ধার করি। পরে তা রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মাসুদ রানা বলেন, লাল ব্রিজের ওপরে সেলফি নিতে গিয়ে ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে কিশোর হুসাইনের মৃত্যু হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।