ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোট শলুয়া গ্রামে বিষধর সাপের কামড়ে জহুরুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত জহুরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের ছোট শলুয়া গ্রামের পশ্চিমপাড়ার মৃত ওহাব আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে জহুরুল ইসলাম গরুর ঘাস কাটার উদ্দেশে বাড়ি থেকে ফার্মের মাঠের আখখেতে যনয়। আখখেতে ঢোকার পর তিনি অনুভব করেন তাঁর পায়ে কিছুতে কামড় দিয়েছে। পরে ক্ষত স্থান দিয়ে কিছুটা রক্তক্ষরণ হয়। তার পায়ে সাপে কামড়েছে সন্দেহে জহুরুল নিজেই কাপড় দিয়ে পা বেঁধে দ্রুত বাড়িতে চলে আসেন। পরবর্তীতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল ইসলাম মাঠ থেকে বাড়ি ফেরার পর তাঁর পায়ে সাপে কামড়ের কথা জানালে তাঁকে স্থানীয় ওঁঝার কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করা হয়। কিন্তু ওঁঝার ঝাড়ফুঁকে তাঁর কোনো উন্নতি না হলে পরে পরিবারের সদস্যরা জহুরুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এদিক, জহুরুল ইসলামের অকাল মৃত্যুতে তাঁর স্ত্রী, স্কুলপড়ুয়া ছেলে-মেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। গতকাল এশার নামাজের পর জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

আপলোড টাইম : ০৯:০০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২

প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোট শলুয়া গ্রামে বিষধর সাপের কামড়ে জহুরুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত জহুরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের ছোট শলুয়া গ্রামের পশ্চিমপাড়ার মৃত ওহাব আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে জহুরুল ইসলাম গরুর ঘাস কাটার উদ্দেশে বাড়ি থেকে ফার্মের মাঠের আখখেতে যনয়। আখখেতে ঢোকার পর তিনি অনুভব করেন তাঁর পায়ে কিছুতে কামড় দিয়েছে। পরে ক্ষত স্থান দিয়ে কিছুটা রক্তক্ষরণ হয়। তার পায়ে সাপে কামড়েছে সন্দেহে জহুরুল নিজেই কাপড় দিয়ে পা বেঁধে দ্রুত বাড়িতে চলে আসেন। পরবর্তীতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল ইসলাম মাঠ থেকে বাড়ি ফেরার পর তাঁর পায়ে সাপে কামড়ের কথা জানালে তাঁকে স্থানীয় ওঁঝার কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করা হয়। কিন্তু ওঁঝার ঝাড়ফুঁকে তাঁর কোনো উন্নতি না হলে পরে পরিবারের সদস্যরা জহুরুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এদিক, জহুরুল ইসলামের অকাল মৃত্যুতে তাঁর স্ত্রী, স্কুলপড়ুয়া ছেলে-মেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। গতকাল এশার নামাজের পর জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।