ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক হারানো মোবাইল ও বিকাশের টাকা উদ্ধারপূর্বক আনুষ্ঠানিক হস্তান্তর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিকাশ/নগদ/রকেট প্রতারণা ও হারানো মোবাইল ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত ৯টি হারানো মোবাইল ও ৮২ হাজার টাকা হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের মাঝে এসব হস্তান্তর করেন।

এসময় হারানো মোবাইল ও বিকাশ/নগদ/রকেট প্রতারণা টাকা হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগীরা। হারানো ফোনের মালিক দামুড়হুদা থানাধীন কোমরপুর গ্রামের রিপন আলী বলেন, ‘আমার মোবাইল ফোনটি হারিয়ে ফোনের আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলাম। আমার শখের মোবাইল ফোনটি পুলিশ সুপার ও সাইবার টিমের আন্তরিকতায় এত দ্রুত ফিরে পাব ভাবতে পারিনি। পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন, চুয়াডাঙ্গায় কর্মরত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল আনিসুজ্জামান), জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ও সাইবার ইনভেস্টিগেশন সেলের কর্মরত অফিসারগণ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক হারানো মোবাইল ও বিকাশের টাকা উদ্ধারপূর্বক আনুষ্ঠানিক হস্তান্তর

আপলোড টাইম : ০৯:১৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিকাশ/নগদ/রকেট প্রতারণা ও হারানো মোবাইল ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত ৯টি হারানো মোবাইল ও ৮২ হাজার টাকা হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের মাঝে এসব হস্তান্তর করেন।

এসময় হারানো মোবাইল ও বিকাশ/নগদ/রকেট প্রতারণা টাকা হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগীরা। হারানো ফোনের মালিক দামুড়হুদা থানাধীন কোমরপুর গ্রামের রিপন আলী বলেন, ‘আমার মোবাইল ফোনটি হারিয়ে ফোনের আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলাম। আমার শখের মোবাইল ফোনটি পুলিশ সুপার ও সাইবার টিমের আন্তরিকতায় এত দ্রুত ফিরে পাব ভাবতে পারিনি। পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন, চুয়াডাঙ্গায় কর্মরত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল আনিসুজ্জামান), জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ও সাইবার ইনভেস্টিগেশন সেলের কর্মরত অফিসারগণ।