ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

সরোজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে গাছের সঙ্গে ধাক্কা

ভারতীয় নাগরিকসহ অন্তত ১০ যাত্রী আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / ২৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে বাসের। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় বাসের ১০ জনের অধিক যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল নয়টার দিকে সরোজগঞ্জ পেট্রোল পাম্পের নিকট এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস রেস্কিউ টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে আহত ৮ যাত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়।

আহতরা হলেন- ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ এলাকার ফেরদৌস হোসেনের মেয়ে মনসুরা (৫০), একই জেলার পিড়াগাতি এলাকার রফিকুলের ছেলে আনিসুর (৪০), উপশহরপাড়ার মৃত আনোয়ার আলীর ছেলে হাসান মাহমুদ (৪০), কাঞ্চননগরের আনোয়ার আলীর ছেলে আরিফুজ্জামান (৩৩), আদর্শপাড়ার আব্দুর রশিদের ছেলে আমিন শরীফ (৩২), আমেরচারা এলাকার সানারদ্দী মন্ডলের ছেলে আইনাল (৫০), মায়াধরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রফিকুল (৪৩) ও ভারতের নদীয়া জেলার হুদাপাড়া গ্রামের শম্ভু হালদারের ছেলে বিকাশ হালদার (৩০)। এছাড়াও দুর্ঘটনায় আহত আরও দুই যাত্রী সরোজগঞ্জ বাজার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গায় আসছিল জিএস একপ্রেস নামের যাত্রীবাহী বাসটি। সরোজগঞ্জ তেলপাম্পের সামনে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বাসটির সামনের দিকের একটি চাকা বাস্ট হয়ে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের একটি গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাস থাকা ১০ জনের বেশি যাত্রী আহত হন। আটজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে নেয়। অন্যরা সরোজগঞ্জ বাজারের ফার্মেসি থেকে চিকিৎসা নেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারেক জুনায়েদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আটজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা জরুরি বিভাগে নেয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে আইনাল নামের একজনের জখম গুরুতর হওয়ায় তাকে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইদ্রিস জানান, সকালে সরোজগঞ্জ পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে জিএস এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাসের সামনের ডান চাকা বাস্ট হয়ে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। বাসের যাত্রীদের মধ্যে অনেকে আহত হয়েছে। বাসটির চালক ও সহকারীর খোঁজ পাওয়া যায়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সরোজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে গাছের সঙ্গে ধাক্কা

ভারতীয় নাগরিকসহ অন্তত ১০ যাত্রী আহত

আপলোড টাইম : ০১:৩০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে বাসের। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় বাসের ১০ জনের অধিক যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল নয়টার দিকে সরোজগঞ্জ পেট্রোল পাম্পের নিকট এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস রেস্কিউ টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে আহত ৮ যাত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়।

আহতরা হলেন- ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ এলাকার ফেরদৌস হোসেনের মেয়ে মনসুরা (৫০), একই জেলার পিড়াগাতি এলাকার রফিকুলের ছেলে আনিসুর (৪০), উপশহরপাড়ার মৃত আনোয়ার আলীর ছেলে হাসান মাহমুদ (৪০), কাঞ্চননগরের আনোয়ার আলীর ছেলে আরিফুজ্জামান (৩৩), আদর্শপাড়ার আব্দুর রশিদের ছেলে আমিন শরীফ (৩২), আমেরচারা এলাকার সানারদ্দী মন্ডলের ছেলে আইনাল (৫০), মায়াধরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রফিকুল (৪৩) ও ভারতের নদীয়া জেলার হুদাপাড়া গ্রামের শম্ভু হালদারের ছেলে বিকাশ হালদার (৩০)। এছাড়াও দুর্ঘটনায় আহত আরও দুই যাত্রী সরোজগঞ্জ বাজার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গায় আসছিল জিএস একপ্রেস নামের যাত্রীবাহী বাসটি। সরোজগঞ্জ তেলপাম্পের সামনে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বাসটির সামনের দিকের একটি চাকা বাস্ট হয়ে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের একটি গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাস থাকা ১০ জনের বেশি যাত্রী আহত হন। আটজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে নেয়। অন্যরা সরোজগঞ্জ বাজারের ফার্মেসি থেকে চিকিৎসা নেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারেক জুনায়েদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আটজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা জরুরি বিভাগে নেয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে আইনাল নামের একজনের জখম গুরুতর হওয়ায় তাকে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইদ্রিস জানান, সকালে সরোজগঞ্জ পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে জিএস এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাসের সামনের ডান চাকা বাস্ট হয়ে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। বাসের যাত্রীদের মধ্যে অনেকে আহত হয়েছে। বাসটির চালক ও সহকারীর খোঁজ পাওয়া যায়নি।