ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

সমাজের প্রতি সংবেদনশীল হওয়ার শপথ নিলেন বন্ধু সংগঠন ‘আমরা নব্বই’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:১৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • / ৩২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: সমাজের প্রতি আরও বেশি সংবেদনশীল হওয়ার ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির শপথ নিলো আলমডাঙ্গার বন্ধু সংগঠন। ‘আমরা নব্বই’ ঈদ পূণর্মিলনীর বন্ধুত্ব উদযাপন অনুষ্ঠান শেষে ১৯৯০ সালের সালের এসএসসি ব্যাচের বন্ধুরা এ শপথ নেন। গতকাল বুধবার আলমডাঙ্গার পান্না কমিউনিটি সেন্টারে এক মিলন মেলার আয়োজন করা হয়। এর আগে ঈদের ২য় দিন সকাল ৯টায় আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নব্বইয়ের সতীর্থরা বিভিন্ন গ্রাম থেকে উপস্থিত হতে থাকেন। ‘আমরা নব্বই’ এর মনোগ্রাম খচিত গেঞ্জি ও ক্যাপে সজ্জিত হয়ে ব্যান্ড পার্টি নিয়ে বন্ধুরা শহর প্রদক্ষিণ করেন। বন্ধুদের কার্নিভালটি পান্না কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। সেখানে হালকা নাস্তা শেষে চলে তুমুল আড্ডাবাজি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাদরেল প্রকৌশলী, আমলা, বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হর্তাকর্তা, কৃষক, সাংবাদিক, ব্যবসায়ীর কোন বিভেদ ছিল না এ মনোহরণ আড্ডায়। উচ্ছ্বাস আর কলহাস্যে মুখরিত হয়ে উঠে মিলন মেলাস্থল। দুপুরে ভরপেট ভোজ শেষে সন্ধ্যার পূর্ব পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নেওয়া কৃতি শিল্পী তমা,বিশ্বাস ও সিনথিয়ার সঙ্গীত সুধা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সমাজের প্রতি সংবেদনশীল হওয়ার শপথ নিলেন বন্ধু সংগঠন ‘আমরা নব্বই’

আপলোড টাইম : ০২:১৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

আলমডাঙ্গা অফিস: সমাজের প্রতি আরও বেশি সংবেদনশীল হওয়ার ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির শপথ নিলো আলমডাঙ্গার বন্ধু সংগঠন। ‘আমরা নব্বই’ ঈদ পূণর্মিলনীর বন্ধুত্ব উদযাপন অনুষ্ঠান শেষে ১৯৯০ সালের সালের এসএসসি ব্যাচের বন্ধুরা এ শপথ নেন। গতকাল বুধবার আলমডাঙ্গার পান্না কমিউনিটি সেন্টারে এক মিলন মেলার আয়োজন করা হয়। এর আগে ঈদের ২য় দিন সকাল ৯টায় আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নব্বইয়ের সতীর্থরা বিভিন্ন গ্রাম থেকে উপস্থিত হতে থাকেন। ‘আমরা নব্বই’ এর মনোগ্রাম খচিত গেঞ্জি ও ক্যাপে সজ্জিত হয়ে ব্যান্ড পার্টি নিয়ে বন্ধুরা শহর প্রদক্ষিণ করেন। বন্ধুদের কার্নিভালটি পান্না কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। সেখানে হালকা নাস্তা শেষে চলে তুমুল আড্ডাবাজি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাদরেল প্রকৌশলী, আমলা, বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হর্তাকর্তা, কৃষক, সাংবাদিক, ব্যবসায়ীর কোন বিভেদ ছিল না এ মনোহরণ আড্ডায়। উচ্ছ্বাস আর কলহাস্যে মুখরিত হয়ে উঠে মিলন মেলাস্থল। দুপুরে ভরপেট ভোজ শেষে সন্ধ্যার পূর্ব পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নেওয়া কৃতি শিল্পী তমা,বিশ্বাস ও সিনথিয়ার সঙ্গীত সুধা।