ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

সময় টিভির সাংবাদিক পরিচয়ে অর্থ দাবি, চুয়াডাঙ্গায় যুবক ধরা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

সময় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গায় ফারুক আজম নামে এক প্রতারককে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে পরিবারের জিম্মায় মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি। গতকাল বুধবার দুপুরে সদর থানা থেকে মুক্ত হন ফারুক আজম। এর আগে গত মঙ্গলবার রাতে প্রতারক ফারুক আজমকে ধরে পুলিশে দেন স্থানীয় সাংবাদিকরা।

চুয়াডাঙ্গা ও জীবননগরের সংবাদকর্মীরা জানান, শহরের মুক্তিপাড়ার ফারুক আজম একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। সম্প্রতি জীবননগর উপজেলার কয়েকজন ব্যবসায়ীর কাছে গিয়ে সময় টিভির সাংবাদিক পরিচয়ে অর্থ দাবি করেন তিনি। তাদের মধ্যে কয়েকজনের কাছ থেকে ভয়-ভীতি দেখিয়ে টাকাও নিয়েছেন। যাদের কাছ থেকে টাকা পাননি, তাদের কাছে ফোন করে টাকা দাবি করেন ফারুক। টাকা না দিলে সংবাদ প্রচারের হুমকি দেন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ভুয়া সাংবাদিক পরিচয়ে টাকা আদায়েরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, সময় টিভির সাংবাদিক পরিচয়ে টাকা দাবি করার ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানতে পারেন সাংবাদিক মাহফুজ মামুন। মোবাইল নম্বরের সূত্র ধরে প্রতারক ফারুক আজমকে চিহ্নিত করা হয়। পরে স্থানীয় সাংবাদিকরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন। সদর থানা পুলিশ জানিয়েছে, সাংবাদিক পরিচয়ে অর্থ দাবি করার ঘটনায় ফারুক আজমকে থানা হেফাজতে নেওয়া হয়। পরবর্তী সময়ে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সময় টিভির প্রতিনিধি মাহফুজ মামুন বলেন, তার পরিবারের সদস্যদের অনুরোধে এবারের মতো ছাড় দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এ ধরণের ঘটনা আর না ঘটানোর শর্তে মুচলেকা নিয়েই তাকে ছাড়া হয়েছে। তবে এরপর কোথাও কোনো সাংবাদিকের পরিচয় ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাঈদ বলেন, সময় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে জেলার বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে স্থানীয় সাংবাদিকরা ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করেন। মুচলেকা ও সাংবাদিক পরিচয় দিয়ে এ অপকর্ম করবে না বলে লিখিত দিলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সময় টিভির সাংবাদিক পরিচয়ে অর্থ দাবি, চুয়াডাঙ্গায় যুবক ধরা

আপলোড টাইম : ০৯:৪৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

সমীকরণ প্রতিবেদন:

সময় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গায় ফারুক আজম নামে এক প্রতারককে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে পরিবারের জিম্মায় মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি। গতকাল বুধবার দুপুরে সদর থানা থেকে মুক্ত হন ফারুক আজম। এর আগে গত মঙ্গলবার রাতে প্রতারক ফারুক আজমকে ধরে পুলিশে দেন স্থানীয় সাংবাদিকরা।

চুয়াডাঙ্গা ও জীবননগরের সংবাদকর্মীরা জানান, শহরের মুক্তিপাড়ার ফারুক আজম একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। সম্প্রতি জীবননগর উপজেলার কয়েকজন ব্যবসায়ীর কাছে গিয়ে সময় টিভির সাংবাদিক পরিচয়ে অর্থ দাবি করেন তিনি। তাদের মধ্যে কয়েকজনের কাছ থেকে ভয়-ভীতি দেখিয়ে টাকাও নিয়েছেন। যাদের কাছ থেকে টাকা পাননি, তাদের কাছে ফোন করে টাকা দাবি করেন ফারুক। টাকা না দিলে সংবাদ প্রচারের হুমকি দেন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ভুয়া সাংবাদিক পরিচয়ে টাকা আদায়েরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, সময় টিভির সাংবাদিক পরিচয়ে টাকা দাবি করার ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানতে পারেন সাংবাদিক মাহফুজ মামুন। মোবাইল নম্বরের সূত্র ধরে প্রতারক ফারুক আজমকে চিহ্নিত করা হয়। পরে স্থানীয় সাংবাদিকরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন। সদর থানা পুলিশ জানিয়েছে, সাংবাদিক পরিচয়ে অর্থ দাবি করার ঘটনায় ফারুক আজমকে থানা হেফাজতে নেওয়া হয়। পরবর্তী সময়ে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সময় টিভির প্রতিনিধি মাহফুজ মামুন বলেন, তার পরিবারের সদস্যদের অনুরোধে এবারের মতো ছাড় দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এ ধরণের ঘটনা আর না ঘটানোর শর্তে মুচলেকা নিয়েই তাকে ছাড়া হয়েছে। তবে এরপর কোথাও কোনো সাংবাদিকের পরিচয় ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাঈদ বলেন, সময় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে জেলার বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে স্থানীয় সাংবাদিকরা ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করেন। মুচলেকা ও সাংবাদিক পরিচয় দিয়ে এ অপকর্ম করবে না বলে লিখিত দিলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।