ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

শিকারীর ফাঁদে আটককৃত পাখি অবমুক্ত করল তিতুদহের কিছু যুবক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর গ্রামের কুইড়ের বিলের মাঠ থেকে অবৈধ পাখি শিকারীদের প্রতিরোধ করে পাখি অবমুক্ত করেছে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু যুবক। গতকাল শুক্রবার দুপুরে পাখি অবমুক্ত করা হয়।

জানা গেছে, একদল পাখি শিকারী ফাঁদ নিয়ে গিরিশনগর গ্রামের কুইড়ের বিলে অতিথি পাখি ধরতে আসে। এমতাবস্থায় স্থানীয় জাহিদ হাসানের চোখে পড়লে বিষয়টি জানায় তিতুদহের মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের কাছে। আর এই তথ্যর ভিত্তিতে আন্দুলবাড়ীয়ার দুইজন পাখি শিকারিকে হাতে নাতে ধরতে সক্ষম হয় সংগঠনের সদস্যরা। আটককৃত পাখি শিকারিরা হলো আন্দুলবাড়ীয়া ইউনিয়নের দেহাটি গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে আনসার আলী ও মিস্ত্রি পাড়ার মদন এর ছেলে আকাশ।

আটককৃত দুজনকে চুয়াডাঙ্গা জেলা বন কর্মকর্তা জাকির হোসেনে নির্দেশে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এসময় তাদের কাছে থাকা ফাঁদ গুলো নষ্ট করে দেওয়া হয়। পরে শিকারীর ফাঁদে আটক হওয়া মেছো বক, কোড়া, ডাহুক, সরালীপাখি গুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শিকারীর ফাঁদে আটককৃত পাখি অবমুক্ত করল তিতুদহের কিছু যুবক

আপলোড টাইম : ১২:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২

প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর গ্রামের কুইড়ের বিলের মাঠ থেকে অবৈধ পাখি শিকারীদের প্রতিরোধ করে পাখি অবমুক্ত করেছে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু যুবক। গতকাল শুক্রবার দুপুরে পাখি অবমুক্ত করা হয়।

জানা গেছে, একদল পাখি শিকারী ফাঁদ নিয়ে গিরিশনগর গ্রামের কুইড়ের বিলে অতিথি পাখি ধরতে আসে। এমতাবস্থায় স্থানীয় জাহিদ হাসানের চোখে পড়লে বিষয়টি জানায় তিতুদহের মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের কাছে। আর এই তথ্যর ভিত্তিতে আন্দুলবাড়ীয়ার দুইজন পাখি শিকারিকে হাতে নাতে ধরতে সক্ষম হয় সংগঠনের সদস্যরা। আটককৃত পাখি শিকারিরা হলো আন্দুলবাড়ীয়া ইউনিয়নের দেহাটি গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে আনসার আলী ও মিস্ত্রি পাড়ার মদন এর ছেলে আকাশ।

আটককৃত দুজনকে চুয়াডাঙ্গা জেলা বন কর্মকর্তা জাকির হোসেনে নির্দেশে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এসময় তাদের কাছে থাকা ফাঁদ গুলো নষ্ট করে দেওয়া হয়। পরে শিকারীর ফাঁদে আটক হওয়া মেছো বক, কোড়া, ডাহুক, সরালীপাখি গুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।