ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

লাটা হাম্বারের চাকায় প্রাণ গেল পুলিশ সদস্যের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক/ প্রতিনিধি, দামুড়হুদা:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মহিষ ভর্তি অবৈধযান লাটাহাম্বারের সাথে সংঘর্ষে আবু বক্কর (৫৮) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে দামুড়হুদা উপজেলার রাজা ব্রিক্স নামের একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু বক্কর কুষ্টিয়া জেলার কুমারখালী থানার গোবরা গ্রামের মৃত সিহাব উদ্দীনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের চুয়াডাঙ্গার দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা ক্যাম্পে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। এদিকে, গতকাল বিকেলে সদর হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, ‘দুপুরে কার্পাসডাঙ্গা ক্যাম্প থেকে নিজ মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় সদর থানা মার্কেটের কমিউনিটি পুলিশিং ব্যাংকে টাকা উত্তোলনের জন্য যান আবু বক্কর। টাকা উত্তোলনের পর ফেরার পথে দামুড়হুদার পুরাপাড়া রাজা ব্রিক্স ইটভাটার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান তিনি। এসময় সামনে থেকে আসা একটি মহিষ ভর্তি লাটাহাম্বার তার পেটের ওপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুপুর দেড়টার দিকে পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা আবু বক্কর নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। তিনি সড়ক দুর্ঘটনার আহত হয়েছেন বলে জানতে পাড়ি। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।’

কার্পাসপডাঙ্গা ক্যাম্প পুলিশের ইনচার্জ (এসআই) আতিকুর রহমান বলেন, ‘দুপুরে পুলিশ সদস্য কং-২৫৯, বিপি- ৬৭৮৫০৪২৬৪২ আবু বক্কর বেতনের টাকা তোলার জন্য চুয়াডাঙ্গার কমিউনিটি পুলিশিং ব্যাংকে যান। সেখান থেকে ফেরার পথে দামুড়হুদার রাজা ব্রিক্স ইটভাটার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে গেলে মহিষ ভর্তি লাটাহাম্বার তার পেটের ওপর দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এদিকে, ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক দুপুরেই সদর হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তিনি জানান, ‘দামুড়হুদার পুড়াপাড়ায় মহিষ ভর্তি লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্য আবু বক্করের মৃত্যু হয়েছে। লাটাহাম্বার ও চালককে আটক করা হয়েছে। ধাক্কা দেওয়া মোটরসাইকেলটিকেও আটকের চেষ্টা চলছে।’

অপরদিকে, গতকাল বিকেলেই ময়নাতদন্ত শেষে নিহত পুলিশ সদস্য আবু বক্করের লাশ চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে নেওয়া হয়। বাদ মাগরিব সেখানে লাশের জানাজা শেষে পুলিশি ব্যবস্থায় তার লাশ নিজ গ্রাম কুমারখালীর গোবরায় নেওয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

লাটা হাম্বারের চাকায় প্রাণ গেল পুলিশ সদস্যের

আপলোড টাইম : ১০:০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক/ প্রতিনিধি, দামুড়হুদা:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মহিষ ভর্তি অবৈধযান লাটাহাম্বারের সাথে সংঘর্ষে আবু বক্কর (৫৮) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে দামুড়হুদা উপজেলার রাজা ব্রিক্স নামের একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু বক্কর কুষ্টিয়া জেলার কুমারখালী থানার গোবরা গ্রামের মৃত সিহাব উদ্দীনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের চুয়াডাঙ্গার দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা ক্যাম্পে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। এদিকে, গতকাল বিকেলে সদর হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, ‘দুপুরে কার্পাসডাঙ্গা ক্যাম্প থেকে নিজ মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় সদর থানা মার্কেটের কমিউনিটি পুলিশিং ব্যাংকে টাকা উত্তোলনের জন্য যান আবু বক্কর। টাকা উত্তোলনের পর ফেরার পথে দামুড়হুদার পুরাপাড়া রাজা ব্রিক্স ইটভাটার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান তিনি। এসময় সামনে থেকে আসা একটি মহিষ ভর্তি লাটাহাম্বার তার পেটের ওপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুপুর দেড়টার দিকে পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা আবু বক্কর নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। তিনি সড়ক দুর্ঘটনার আহত হয়েছেন বলে জানতে পাড়ি। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।’

কার্পাসপডাঙ্গা ক্যাম্প পুলিশের ইনচার্জ (এসআই) আতিকুর রহমান বলেন, ‘দুপুরে পুলিশ সদস্য কং-২৫৯, বিপি- ৬৭৮৫০৪২৬৪২ আবু বক্কর বেতনের টাকা তোলার জন্য চুয়াডাঙ্গার কমিউনিটি পুলিশিং ব্যাংকে যান। সেখান থেকে ফেরার পথে দামুড়হুদার রাজা ব্রিক্স ইটভাটার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে গেলে মহিষ ভর্তি লাটাহাম্বার তার পেটের ওপর দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এদিকে, ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক দুপুরেই সদর হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তিনি জানান, ‘দামুড়হুদার পুড়াপাড়ায় মহিষ ভর্তি লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্য আবু বক্করের মৃত্যু হয়েছে। লাটাহাম্বার ও চালককে আটক করা হয়েছে। ধাক্কা দেওয়া মোটরসাইকেলটিকেও আটকের চেষ্টা চলছে।’

অপরদিকে, গতকাল বিকেলেই ময়নাতদন্ত শেষে নিহত পুলিশ সদস্য আবু বক্করের লাশ চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে নেওয়া হয়। বাদ মাগরিব সেখানে লাশের জানাজা শেষে পুলিশি ব্যবস্থায় তার লাশ নিজ গ্রাম কুমারখালীর গোবরায় নেওয়া হয়।