ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

র‌্যাবের অভিযানে মাদক ও হত্যাচেষ্টা মামলার আসামিসহ গ্রেপ্তার ২

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
  • / ৩৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ র‌্যাব মাদক বিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ফেন্সিডিল ও নাশকতা সৃষ্টিকারী পলাতক আসামীসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বধ্যভূমি এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এসময় ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে বধ্যভূমি সংলগ্ন জনৈক মণ্টু মিয়ার ‘ছ’ মিলের পাশে এইচ.এস.কনফেকশনারি এর সামনে থেকে একজনকে আটক করে। এসময় তাঁর দেহ তল্লাশী করে ১ শ পিছ ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল ও নগদ দেড় হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামি কুষ্টিয়ার মিরপুর থানার বিরামপুর গ্রামের আরজুল্লাহ আলীর ছেলে ফরজ আলী।’ গ্রেপ্তারকৃত আসামি ফরজ আলীকে আলামডাঙ্গা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে।

অপর দিকে, নাশকতা সৃষ্টিকারী মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ জেলার সদর থানাধীন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ঝিনাইদহ সদর থানাধীন গাড়িয়ালা গ্রামের ওমর আলীর ছেল নাইসর মণ্ডল (৩৩)।

র‌্যাব জানায়, ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ডের মেইন গেইট সংলগ্ন এনজিও অফিসে বেআইনিভাবে জনতাবদ্ধভাবে অফিস চলাকালে অনধিকারভাবে প্রবেশ করে অফিসের সরকারি টেবিলের গ্লাস, চেয়ার, টেবিল, টেলিভিশন এবং অফিসের ভেতরে টাঙানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে আনুমানিক ১ লাখ টাকার ক্ষতিসাধন করে। অফিসে কর্মরত কর্মচারীদের এলোপাথাড়িভাবে মারপিট করাসহ নাশকতা সৃষ্টি করার অপরাধে ঝিনাইদহ সদর থানায় নাইসর মন্ডলকে মামলা করা হয়। এই মামলায় নাইসর মন্ডল পলাতক ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাশকতা সৃষ্টিকারী মামলার পলাতক আসামী নাইসর ঝিনাইদহ জেলার সদর থানাধীন বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এসময় গোপনে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে নাইসরকে র‌্যাব গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। আসামীর বিরুদ্ধে ঝিনাইদহ জেলার সদর থানার মামলা নং-২৯ তারিখ: ১৮/০১/২০২২ এর ধারা ১৪৩/৪৪৮/৪২৭/৩২৩/৫০৬/১১৪ পেনাল কোড এ মামলা রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

র‌্যাবের অভিযানে মাদক ও হত্যাচেষ্টা মামলার আসামিসহ গ্রেপ্তার ২

আপলোড টাইম : ১০:০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২

ঝিনাইদহ র‌্যাব মাদক বিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ফেন্সিডিল ও নাশকতা সৃষ্টিকারী পলাতক আসামীসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বধ্যভূমি এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এসময় ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে বধ্যভূমি সংলগ্ন জনৈক মণ্টু মিয়ার ‘ছ’ মিলের পাশে এইচ.এস.কনফেকশনারি এর সামনে থেকে একজনকে আটক করে। এসময় তাঁর দেহ তল্লাশী করে ১ শ পিছ ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল ও নগদ দেড় হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামি কুষ্টিয়ার মিরপুর থানার বিরামপুর গ্রামের আরজুল্লাহ আলীর ছেলে ফরজ আলী।’ গ্রেপ্তারকৃত আসামি ফরজ আলীকে আলামডাঙ্গা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে।

অপর দিকে, নাশকতা সৃষ্টিকারী মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ জেলার সদর থানাধীন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ঝিনাইদহ সদর থানাধীন গাড়িয়ালা গ্রামের ওমর আলীর ছেল নাইসর মণ্ডল (৩৩)।

র‌্যাব জানায়, ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ডের মেইন গেইট সংলগ্ন এনজিও অফিসে বেআইনিভাবে জনতাবদ্ধভাবে অফিস চলাকালে অনধিকারভাবে প্রবেশ করে অফিসের সরকারি টেবিলের গ্লাস, চেয়ার, টেবিল, টেলিভিশন এবং অফিসের ভেতরে টাঙানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে আনুমানিক ১ লাখ টাকার ক্ষতিসাধন করে। অফিসে কর্মরত কর্মচারীদের এলোপাথাড়িভাবে মারপিট করাসহ নাশকতা সৃষ্টি করার অপরাধে ঝিনাইদহ সদর থানায় নাইসর মন্ডলকে মামলা করা হয়। এই মামলায় নাইসর মন্ডল পলাতক ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাশকতা সৃষ্টিকারী মামলার পলাতক আসামী নাইসর ঝিনাইদহ জেলার সদর থানাধীন বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এসময় গোপনে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে নাইসরকে র‌্যাব গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। আসামীর বিরুদ্ধে ঝিনাইদহ জেলার সদর থানার মামলা নং-২৯ তারিখ: ১৮/০১/২০২২ এর ধারা ১৪৩/৪৪৮/৪২৭/৩২৩/৫০৬/১১৪ পেনাল কোড এ মামলা রয়েছে।