ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাংগঠনিক সক্ষমতা নিরুপণ অনুশীলন বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাংগঠনিক সক্ষমতা নিরুপণ অনুশীলন বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল নয়টায় চুয়াডাঙ্গা ইউনিট কার্যালয়ে ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সদস্য অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল ও হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি। এসময় চুয়াডাঙ্গা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান আলী বিশ্বাস, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওসমান গণি, প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, যুব রেডক্রিসেন্ট সদস্য জাহাঙ্গীর আলম, শাহীন হোসেন ও শরিফা খাতুন উপস্থিত ছিলেন।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় কার্যালয় থেকে আসা সিনিয়র পিএমইআর অফিসার মো. আসিফ আলমাস, জুনিয়র সহকারী পরিচালক মো. ইমরানুল হাসান ও জুনিয়র সহকারী পরিচালক বিবি মরিয়ম। কর্মশালায় রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পরিষদ, আজীবন সদস্য, শিক্ষক প্রতিনিধি ও যুব রেডক্রিসেন্ট থেকে নির্বাচিত প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। মো. আসিফ আলমাস বলেন, ইউনিটের সক্ষমতা সম্পর্কে জানা ও ইউনিট কীভাবে পরিচালিত হচ্ছে, সে সম্পর্কে অবহিত হওয়া। ইউনিটের জন্য একটি কর্মকৌশল তৈরি করা। ইউনিটের সক্ষমতা বৃদ্ধি ঘটানো এবং ইউনিটের মাধ্যমে অসহায় জনগোষ্ঠীকে চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা এই কর্মশালার উদ্দেশ্য।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাংগঠনিক সক্ষমতা নিরুপণ অনুশীলন বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

আপলোড টাইম : ০৭:৪৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাংগঠনিক সক্ষমতা নিরুপণ অনুশীলন বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল নয়টায় চুয়াডাঙ্গা ইউনিট কার্যালয়ে ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সদস্য অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল ও হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি। এসময় চুয়াডাঙ্গা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান আলী বিশ্বাস, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওসমান গণি, প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, যুব রেডক্রিসেন্ট সদস্য জাহাঙ্গীর আলম, শাহীন হোসেন ও শরিফা খাতুন উপস্থিত ছিলেন।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় কার্যালয় থেকে আসা সিনিয়র পিএমইআর অফিসার মো. আসিফ আলমাস, জুনিয়র সহকারী পরিচালক মো. ইমরানুল হাসান ও জুনিয়র সহকারী পরিচালক বিবি মরিয়ম। কর্মশালায় রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পরিষদ, আজীবন সদস্য, শিক্ষক প্রতিনিধি ও যুব রেডক্রিসেন্ট থেকে নির্বাচিত প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। মো. আসিফ আলমাস বলেন, ইউনিটের সক্ষমতা সম্পর্কে জানা ও ইউনিট কীভাবে পরিচালিত হচ্ছে, সে সম্পর্কে অবহিত হওয়া। ইউনিটের জন্য একটি কর্মকৌশল তৈরি করা। ইউনিটের সক্ষমতা বৃদ্ধি ঘটানো এবং ইউনিটের মাধ্যমে অসহায় জনগোষ্ঠীকে চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা এই কর্মশালার উদ্দেশ্য।