ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

রান্না করতে চুলায় হাত, সাপের দিল কামড়!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জীবননগরে সাপের কামড়ে আমেনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা বৃদ্ধা আমেনা বেগমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর শরীরে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম স্নেক ইনজেকশন প্রয়োগ করা হয়। এর আগে গতকাল সকাল আটটার দিকে নিজ বাড়ির রান্নাঘর থেকে একটি বিষধর সাপের কামড়ের শিকার হন তিনি। আমেনা বেগম জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের কাউন্সিলপাড়ার সুলতান হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে রান্না করার জন্য নিজেদের রান্না ঘরের ভেতরে থাকা চুলার ছাই পরিষ্কার করতে যান আমেনা বেগম। এসময় চুলার ভেতরে হাত দিতেই একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। এসময় তাঁর চিৎকারে পরিবারের সদস্যরা তাঁকে রান্নাঘর থেকে বাড়ির ভেতরে নিয়ে যায়। পরবর্তীতে আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রাখেন ও আমেনার শরীরে প্রয়োজনবোধে চিকিৎসা ব্যবস্থাপত্রে সাপের বিষের প্রতিশেধক অ্যান্টিভেনম স্নেক ইনজেকশন প্রয়োগ করার নির্দেশনা দেন। পরবর্তীতে আমেনা বেগমের শরীরে অ্যান্টিভেনম স্নেক ইনজেকশন প্রয়োগ করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা আমেনা বেগমকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যরা জানায় সাপটি একটি জাত সাপ। তাঁর হাতে বিষধর সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও বিষের প্রভাবে তাঁর হাতটি ফুলে গেছিল। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। পরবর্তীতে তাঁর শরীরে অ্যান্টিভেনম স্নেক ইনজেকশন প্রয়োগ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

রান্না করতে চুলায় হাত, সাপের দিল কামড়!

আপলোড টাইম : ১১:২১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক: জীবননগরে সাপের কামড়ে আমেনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা বৃদ্ধা আমেনা বেগমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর শরীরে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম স্নেক ইনজেকশন প্রয়োগ করা হয়। এর আগে গতকাল সকাল আটটার দিকে নিজ বাড়ির রান্নাঘর থেকে একটি বিষধর সাপের কামড়ের শিকার হন তিনি। আমেনা বেগম জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের কাউন্সিলপাড়ার সুলতান হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে রান্না করার জন্য নিজেদের রান্না ঘরের ভেতরে থাকা চুলার ছাই পরিষ্কার করতে যান আমেনা বেগম। এসময় চুলার ভেতরে হাত দিতেই একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। এসময় তাঁর চিৎকারে পরিবারের সদস্যরা তাঁকে রান্নাঘর থেকে বাড়ির ভেতরে নিয়ে যায়। পরবর্তীতে আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রাখেন ও আমেনার শরীরে প্রয়োজনবোধে চিকিৎসা ব্যবস্থাপত্রে সাপের বিষের প্রতিশেধক অ্যান্টিভেনম স্নেক ইনজেকশন প্রয়োগ করার নির্দেশনা দেন। পরবর্তীতে আমেনা বেগমের শরীরে অ্যান্টিভেনম স্নেক ইনজেকশন প্রয়োগ করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা আমেনা বেগমকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যরা জানায় সাপটি একটি জাত সাপ। তাঁর হাতে বিষধর সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও বিষের প্রভাবে তাঁর হাতটি ফুলে গেছিল। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। পরবর্তীতে তাঁর শরীরে অ্যান্টিভেনম স্নেক ইনজেকশন প্রয়োগ করা হয়।