ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

মেহেরপুরের বলিয়ারপুরে ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ০৯:৪৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • / ২ বার পড়া হয়েছে

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুরে পিরোজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জুলাই-আগস্টে গণহত্যার বিচারের দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বলিয়ারপুর স্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মহিউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই-আগস্টের রক্তাক্ত গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশ থেকে আমরা স্বৈরাচারী হাসিনাকে উচ্ছেদ করেছি। আমি বলেছিলাম যে, বাংলাদেশের জনগণ হবে রাষ্ট্রের মালিক। আমরা লাগাতার ১৮ বছর সংগ্রাম করেছি। জেল-জুলুমসহ আমার নেতারা গুম খুনের শিকার হয়েছে। আমি বলতে চাই লড়াই শেষ হয়ে যায়নি। ভারতের ষড়যন্ত্র চলছে, হাসিনার ষড়যন্ত্র চলছে, সেই অপশক্তির দিকে নজর রাখবেন। যারা ১৮ বছর আমাদের ভোট দিতে দেয়নি, আমাদের ভোটের অধিকার ছিনতাই করেছিল সেই নিপীড়কদের শক্তিকে অবশ্যই অবশ্যই সতর্ক দৃষ্টিতে নজর রাখতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লাহ রহমান বাবলু, জেলা যুবদল সভাপতি জাহিদুল হক জাহিদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরের বলিয়ারপুরে ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৯:৪৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুরে পিরোজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জুলাই-আগস্টে গণহত্যার বিচারের দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বলিয়ারপুর স্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মহিউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই-আগস্টের রক্তাক্ত গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশ থেকে আমরা স্বৈরাচারী হাসিনাকে উচ্ছেদ করেছি। আমি বলেছিলাম যে, বাংলাদেশের জনগণ হবে রাষ্ট্রের মালিক। আমরা লাগাতার ১৮ বছর সংগ্রাম করেছি। জেল-জুলুমসহ আমার নেতারা গুম খুনের শিকার হয়েছে। আমি বলতে চাই লড়াই শেষ হয়ে যায়নি। ভারতের ষড়যন্ত্র চলছে, হাসিনার ষড়যন্ত্র চলছে, সেই অপশক্তির দিকে নজর রাখবেন। যারা ১৮ বছর আমাদের ভোট দিতে দেয়নি, আমাদের ভোটের অধিকার ছিনতাই করেছিল সেই নিপীড়কদের শক্তিকে অবশ্যই অবশ্যই সতর্ক দৃষ্টিতে নজর রাখতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লাহ রহমান বাবলু, জেলা যুবদল সভাপতি জাহিদুল হক জাহিদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী।