ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

মেহেরপুরে আন্তঃডাকাত দলের ৬সদস্যের ৪ দিনের রিমাণ্ড মঞ্জুর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • / ১৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক,মেহেরপুর:
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি ডাকাতির ঘটনায় ৮জেলার ডাকাত দলের সর্দারসহ ৬জনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী আমলী আদালতের বিচারক তারেক হাসান শুনানি শেষে ডাকাত সর্দারসহ ৬জনকে দু’টি মামলায় ২দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আসামিদের দুটি ডাকাতি মামলায় ৭দিন করে রিমান্ড আবেদন করলে আদালত ২টি মামলায় দু’দিন করে ৪ দিন রিমান্ড মঞ্জুর করেন। ডাকাতরা হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের হামিদ মালিথার ছেলে তরিকুল ইসলাম (২৫), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ডাঙ্গীপাড়া এলাকার আজিমুদ্দীনের ছেলে আলতাফ মন্ডল (৬০), কুষ্টিয়া সদর উপজেলার বোয়ালদহ গ্রামের অক্ষর মন্ডলের ছেলে সোহেল হোসেন (৩৫), মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মুকুল জোয়ার্দ্দারের ছেলে আরিফুল ইসলাম ওরফে খোকন ওরফে প্রতীক (২৮), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালীয়া গ্রামের আব্দুল মান্নান ওরফে মনা বাগের ছেলে সালাউদ্দীন (৪০), মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে তরিকুল ইসলাম ও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নদপাড়া গ্রামের তাছের বিশ্বাসের ছেলে শাহাজামাল (৩৪)।
উল্লেখ্য, গত ১সেপ্টেম্বর রাতে দেবিপুর-কল্যাণপুর মাঠে, ২৪ সেপ্টেম্বর দেবিপুর-করমদি মাঠে ও ১৩ অক্টোবর ছাতিয়ান-কামারখালি মাঠের মধ্যে পৃথক ডাকাতির ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে ডাকাত দলের ৬সদস্যকে আটক করে। গ্রেফতারকৃত আলতাফ হোসেন মণ্ডল নিকটস্থ ৮টি জেলায় ডাকাত সর্দার বলে জানা গেছে।
এছাড়া গ্রেফতারকৃত অন্য ৫জন আন্তজেলা ডাকাত দলের সদস্য। সাংবাদিক পরিচয়ে সাহাজামালের নামে কুষ্টিয়া মিরপুর, রাজবাড়ি সদর ও কালুখালি, গাংনী থানাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৬ টি মামলা রয়েছে। ডাকাত দলের সর্দার আলতাফ হোসেনের বিরুদ্ধে রাজবাড়ি সদর থানা, কালুখালি থানা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা ও গাংনী থানায় চুরি, ডাকাতি ও বিস্ফোরক দ্রব্য আইনে মোট ৬ টি মামালা রয়েছে। আরিফুল ইসলাম ওরফে খোকনের নামে গাংনী ও মুজিবনগর থানায় চুরি ডাকাতি, ছিনতাই, নারীনির্যাতনসহ ৬ টি মামলা রয়েছে। আসামি সালাউদ্দীনের নামে ঝিনাইদহ সদর থানা, গাংনী থানা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক অভিযোগে ৭টি মামলা রয়েছে।
পুলিশ ডাকাত দলের সদস্যদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক, বিভিন্ন মোবাইল কোম্পানির ৬টি মোবাইল ফোন, তিনটি রামদা, একটি গাছ কাটা করাত, নগদ ১০ হাজার টাকা, হাফ প্যান্ট, গামছা ও একটি সাংবাদিকের পরিচয়পত্র পাওয়া গেছে। গাংনী উপজেলায় তিনটি স্থানে ডাকাতির ঘটনায় (১৫- অক্টোবর) পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা পুলিশ(ডিবি), সার্ভার ক্রাইমের অপরাধ বিভাগ, সদর ও গাংনী থানা পুলিশের অভিযান চালিয়ে প্রথমে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের তরিকুল ইসলামকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি ৫জন আসামিকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে আন্তঃডাকাত দলের ৬সদস্যের ৪ দিনের রিমাণ্ড মঞ্জুর

আপলোড টাইম : ১০:২০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

প্রতিবেদক,মেহেরপুর:
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি ডাকাতির ঘটনায় ৮জেলার ডাকাত দলের সর্দারসহ ৬জনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী আমলী আদালতের বিচারক তারেক হাসান শুনানি শেষে ডাকাত সর্দারসহ ৬জনকে দু’টি মামলায় ২দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আসামিদের দুটি ডাকাতি মামলায় ৭দিন করে রিমান্ড আবেদন করলে আদালত ২টি মামলায় দু’দিন করে ৪ দিন রিমান্ড মঞ্জুর করেন। ডাকাতরা হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের হামিদ মালিথার ছেলে তরিকুল ইসলাম (২৫), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ডাঙ্গীপাড়া এলাকার আজিমুদ্দীনের ছেলে আলতাফ মন্ডল (৬০), কুষ্টিয়া সদর উপজেলার বোয়ালদহ গ্রামের অক্ষর মন্ডলের ছেলে সোহেল হোসেন (৩৫), মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মুকুল জোয়ার্দ্দারের ছেলে আরিফুল ইসলাম ওরফে খোকন ওরফে প্রতীক (২৮), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালীয়া গ্রামের আব্দুল মান্নান ওরফে মনা বাগের ছেলে সালাউদ্দীন (৪০), মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে তরিকুল ইসলাম ও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নদপাড়া গ্রামের তাছের বিশ্বাসের ছেলে শাহাজামাল (৩৪)।
উল্লেখ্য, গত ১সেপ্টেম্বর রাতে দেবিপুর-কল্যাণপুর মাঠে, ২৪ সেপ্টেম্বর দেবিপুর-করমদি মাঠে ও ১৩ অক্টোবর ছাতিয়ান-কামারখালি মাঠের মধ্যে পৃথক ডাকাতির ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে ডাকাত দলের ৬সদস্যকে আটক করে। গ্রেফতারকৃত আলতাফ হোসেন মণ্ডল নিকটস্থ ৮টি জেলায় ডাকাত সর্দার বলে জানা গেছে।
এছাড়া গ্রেফতারকৃত অন্য ৫জন আন্তজেলা ডাকাত দলের সদস্য। সাংবাদিক পরিচয়ে সাহাজামালের নামে কুষ্টিয়া মিরপুর, রাজবাড়ি সদর ও কালুখালি, গাংনী থানাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৬ টি মামলা রয়েছে। ডাকাত দলের সর্দার আলতাফ হোসেনের বিরুদ্ধে রাজবাড়ি সদর থানা, কালুখালি থানা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা ও গাংনী থানায় চুরি, ডাকাতি ও বিস্ফোরক দ্রব্য আইনে মোট ৬ টি মামালা রয়েছে। আরিফুল ইসলাম ওরফে খোকনের নামে গাংনী ও মুজিবনগর থানায় চুরি ডাকাতি, ছিনতাই, নারীনির্যাতনসহ ৬ টি মামলা রয়েছে। আসামি সালাউদ্দীনের নামে ঝিনাইদহ সদর থানা, গাংনী থানা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক অভিযোগে ৭টি মামলা রয়েছে।
পুলিশ ডাকাত দলের সদস্যদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক, বিভিন্ন মোবাইল কোম্পানির ৬টি মোবাইল ফোন, তিনটি রামদা, একটি গাছ কাটা করাত, নগদ ১০ হাজার টাকা, হাফ প্যান্ট, গামছা ও একটি সাংবাদিকের পরিচয়পত্র পাওয়া গেছে। গাংনী উপজেলায় তিনটি স্থানে ডাকাতির ঘটনায় (১৫- অক্টোবর) পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা পুলিশ(ডিবি), সার্ভার ক্রাইমের অপরাধ বিভাগ, সদর ও গাংনী থানা পুলিশের অভিযান চালিয়ে প্রথমে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের তরিকুল ইসলামকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি ৫জন আসামিকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়