ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

মৃত্যুর কাছে হার মানলেন সড়ক দুর্ঘটনায় আহত আশিক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ৩৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত সায়েদ আশিক এলাহি (৩৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বুধবার সকাল ৮টায় তার মৃত্যু হয়। সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে তার মরদেহ চুয়াডাঙ্গার কোর্টপাড়ার নিজ বাড়ি সংলগ্ন চাঁদমারী মাঠে পৌঁছালে এলাকায় ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

আশিক চুয়াডাঙ্গা কোর্টাপাড়ার মৃত মফিজ উদ্দিনের (প্রফেসর) ছেলে ও অ্যাডভোকেট ডালিমের ছোট ভাই। তিনি অ্যাকোয়া ড্রিংকিং ওয়াটার নামের একটি পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ছিলেন। তিন ভাই ও তিন বোনের মধ্যে আশিক ছিল সবার ছোট। এছাড়াও তিনি দুই কন্যা সন্তানের জনক।

পরিবার সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল রাতে আশিক মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। পথে চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা পাঁচমাইল এলাকার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আইসিইউতে ১৩ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বুধবার সকালে তার মৃত্যু হয়। বাদ এশা কোর্ট জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মৃত্যুর কাছে হার মানলেন সড়ক দুর্ঘটনায় আহত আশিক

আপলোড টাইম : ০৮:১৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত সায়েদ আশিক এলাহি (৩৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বুধবার সকাল ৮টায় তার মৃত্যু হয়। সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে তার মরদেহ চুয়াডাঙ্গার কোর্টপাড়ার নিজ বাড়ি সংলগ্ন চাঁদমারী মাঠে পৌঁছালে এলাকায় ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

আশিক চুয়াডাঙ্গা কোর্টাপাড়ার মৃত মফিজ উদ্দিনের (প্রফেসর) ছেলে ও অ্যাডভোকেট ডালিমের ছোট ভাই। তিনি অ্যাকোয়া ড্রিংকিং ওয়াটার নামের একটি পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ছিলেন। তিন ভাই ও তিন বোনের মধ্যে আশিক ছিল সবার ছোট। এছাড়াও তিনি দুই কন্যা সন্তানের জনক।

পরিবার সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল রাতে আশিক মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। পথে চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা পাঁচমাইল এলাকার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আইসিইউতে ১৩ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বুধবার সকালে তার মৃত্যু হয়। বাদ এশা কোর্ট জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।