ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

মুন্সিগঞ্জে ফুঁসলিয়ে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ফুঁসলিয়ে বাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার নতিডাঙ্গা গ্রামের ভ্যানচালক খেদের আলীর বিরুদ্ধে।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুকন্যা মায়ের সাথে মুন্সিগঞ্জ রেলস্টেশন প্লাটফর্ম সংলগ্ন তার পিতার চায়ের দোকানে বসেছিল। সে সময় শিশুকন্যার বাবা-মার পূর্ব পরিচিত খেদের আলী সেখানে উপস্থিত হন। খেদের আলী চা দোকানীর বাড়ির পাশে বিয়ে করেছেন। সেই সুবাদে চা দোকানীর পরিবারের সাথে তার সখ্যতা। ভ্যানচালক খেদের আলীর শিশুকন্যাকে আদর করতে করতে ফুঁসলিয়ে নিকটবর্তী বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুকন্যার পোশাক খুলে ধর্ষণের অপচেষ্টা করলে শিশুকন্যার চিৎকার করে উঠে। চিৎকারে পালিয়ে যায় খেদের আলী। এ ঘটনায় গতকাল সোমবার রাতে নির্যাতিত শিশুকন্যাকে নিয়ে তার মা থানায় আসেন মামলা করতে।
সংশ্লিষ্ট জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেচুর রহমান শিলন জানান, ‘ঘটনা আমি জেনেছি। অভিযুক্ত ভ্যানচালক পলাতক। এ জঘন্য ঘটনার বিচার হওয়া উচিত।’ আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এজাহার দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারপূর্বক আইনে সোপর্দ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুন্সিগঞ্জে ফুঁসলিয়ে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আপলোড টাইম : ১১:৫৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ফুঁসলিয়ে বাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার নতিডাঙ্গা গ্রামের ভ্যানচালক খেদের আলীর বিরুদ্ধে।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুকন্যা মায়ের সাথে মুন্সিগঞ্জ রেলস্টেশন প্লাটফর্ম সংলগ্ন তার পিতার চায়ের দোকানে বসেছিল। সে সময় শিশুকন্যার বাবা-মার পূর্ব পরিচিত খেদের আলী সেখানে উপস্থিত হন। খেদের আলী চা দোকানীর বাড়ির পাশে বিয়ে করেছেন। সেই সুবাদে চা দোকানীর পরিবারের সাথে তার সখ্যতা। ভ্যানচালক খেদের আলীর শিশুকন্যাকে আদর করতে করতে ফুঁসলিয়ে নিকটবর্তী বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুকন্যার পোশাক খুলে ধর্ষণের অপচেষ্টা করলে শিশুকন্যার চিৎকার করে উঠে। চিৎকারে পালিয়ে যায় খেদের আলী। এ ঘটনায় গতকাল সোমবার রাতে নির্যাতিত শিশুকন্যাকে নিয়ে তার মা থানায় আসেন মামলা করতে।
সংশ্লিষ্ট জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেচুর রহমান শিলন জানান, ‘ঘটনা আমি জেনেছি। অভিযুক্ত ভ্যানচালক পলাতক। এ জঘন্য ঘটনার বিচার হওয়া উচিত।’ আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এজাহার দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারপূর্বক আইনে সোপর্দ করা হবে।