ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে রিভলভারসহ মোটরসাইকেল উদ্ধার

মুজিবনগরে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৪:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • / ১৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা থেকে একটি রিভলবারসহ রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং মোবাইল ফোন উদ্ধার করেছে যৌথবাহিনী। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুমারী ইউনিয়নের কারিগরপাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে. কর্নেল মো. জয়নুল আবেদীন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার কুমারী ইউনিয়নের কারিগরপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এসময় দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়েছে। সেই সাথে একটি অনিবন্ধিত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামাল আলমডাঙ্গা থানায় প্রেরণ করা হয়েছে।

এদিকে, মাটির নিচে অস্ত্র পুঁতে রেখেও শেষ রক্ষা হলো না সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান ওরফে মিজারের (৪৮)। গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে যৌথবাহিনীর অভিযান চালিয়ে তার বসতবাড়ির মাটি খুড়ে উদ্ধার করেছে একটি ওয়ান শ্যুটার গান। এসময় মিজানুর রহমান ওরফে মিজারকে আটক করা হয়। তিনি মহাজনপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, অস্ত্রের সন্ধানে মিজানুর রহমান মিজারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বসত বাড়ির গোয়ালের পাশে মাটির নিচে অস্ত্র পুঁতে রাখার কথা স্বীকার করেন মিজার। সেখানে মাটি খুড়ে মচিরা ধরা একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়। মিজানুর রহমান মিজারকে অস্ত্রসহ গেপ্তার করে মুজিবনগর থানায় নেওয়া হয়েছে। তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে রিভলভারসহ মোটরসাইকেল উদ্ধার

মুজিবনগরে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

আপলোড টাইম : ০৪:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গা থেকে একটি রিভলবারসহ রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং মোবাইল ফোন উদ্ধার করেছে যৌথবাহিনী। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুমারী ইউনিয়নের কারিগরপাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে. কর্নেল মো. জয়নুল আবেদীন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার কুমারী ইউনিয়নের কারিগরপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এসময় দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়েছে। সেই সাথে একটি অনিবন্ধিত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামাল আলমডাঙ্গা থানায় প্রেরণ করা হয়েছে।

এদিকে, মাটির নিচে অস্ত্র পুঁতে রেখেও শেষ রক্ষা হলো না সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান ওরফে মিজারের (৪৮)। গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে যৌথবাহিনীর অভিযান চালিয়ে তার বসতবাড়ির মাটি খুড়ে উদ্ধার করেছে একটি ওয়ান শ্যুটার গান। এসময় মিজানুর রহমান ওরফে মিজারকে আটক করা হয়। তিনি মহাজনপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, অস্ত্রের সন্ধানে মিজানুর রহমান মিজারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বসত বাড়ির গোয়ালের পাশে মাটির নিচে অস্ত্র পুঁতে রাখার কথা স্বীকার করেন মিজার। সেখানে মাটি খুড়ে মচিরা ধরা একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়। মিজানুর রহমান মিজারকে অস্ত্রসহ গেপ্তার করে মুজিবনগর থানায় নেওয়া হয়েছে। তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।