ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

মাদকসহ আটক দুই মাদক কারবারির জেল-জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • / ১৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার পৃথকভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস ও রনি আলম নূর।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার দর্শনায় কালু মিয়া (২৫) নামের এক মাদক কারবারির কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় কালু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৯৬ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস মাদক কারবারি কালু মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন। কালু মিয়া দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বেলা সাড়ে ৩টার দিকে কালু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৯৬ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে কালু মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত কালু মিয়াকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় প্রকাশ্যে মাদকসেবনের দায়ে রবিউল ইসলাম নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা দেড়টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নূর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড ও জরিমানা করেন। রবিউল ইসলাম রেজাউল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর এলাকার রেলস্টেশন পাশে প্রকাশ্যে মাদকসেবনের অপরাধে রবিউল ইসলামকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করা হলে তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিউলকে ৬ মাসের কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মাদকসহ আটক দুই মাদক কারবারির জেল-জরিমানা

আপলোড টাইম : ০৫:২৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার পৃথকভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস ও রনি আলম নূর।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার দর্শনায় কালু মিয়া (২৫) নামের এক মাদক কারবারির কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় কালু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৯৬ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস মাদক কারবারি কালু মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন। কালু মিয়া দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বেলা সাড়ে ৩টার দিকে কালু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৯৬ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে কালু মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত কালু মিয়াকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় প্রকাশ্যে মাদকসেবনের দায়ে রবিউল ইসলাম নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা দেড়টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নূর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড ও জরিমানা করেন। রবিউল ইসলাম রেজাউল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর এলাকার রেলস্টেশন পাশে প্রকাশ্যে মাদকসেবনের অপরাধে রবিউল ইসলামকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করা হলে তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিউলকে ৬ মাসের কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন।