ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

মাদক নির্মূলে আমরা কাজ করে চলেছি; আনসার ভিডিপির পরিচালক মোল্লা আমজাদ

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৪১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • / ২৮ বার পড়া হয়েছে

আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন বলেছেন, দেশ-বিদেশে ক্রীড়াঙ্গণে আনসার-ভিডিপি সাফল্য দেখিয়ে আসছে। ক্রীড়াঙ্গণের সাফল্যের সেই ধারবাহিকতায় মাদক নির্মূলে আমরা কাজ করে চলেছি। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার আলুকদিয়ায় অবস্থিত জেলা আনসার-ভিডিপি কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথি মোল্লা আমজাদ হোসেন বলেন, ‘প্রতিবেশী দেশের কিছু অসাধু ব্যবসায়ী এবং তার সাথে আমাদের দেশের কিছু অর্থলোভী অসৎ কয়েকজন জড়িত হয়ে বেশি লাভের আশায় এই মাদকের ব্যবসায় জড়িত হচ্ছে। এর ফলে অনেকেই অধিকহারে মাদকাসক্ত হয়ে পড়ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা মাদক নির্মূল করতে না পারি তবে নিয়ন্ত্রণ করতে সর্বদা সচেষ্ট আছি। আমাদের যে ড্রাইভ তা সচল থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ প্রশাসন মাদক প্রতিরোধে একটা বাড়তি ভূমিকা রাখে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল খুবই সীমিত। যে কারণে, মাদকবিরোধী সকল অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশকে সাহায্য করতে হয় আমাদেরকে।’

টানা ৩০ বছর ধরে বাংলাদেশ গেমস চ্যাম্পিয়ন, স্বাধীনতা পদক অর্জন, জাতীয় পতাকা অর্জনসহ তীরন্দাজ রোমান সানা, গলফ খেলোয়াড় সিদ্দিকুর রহমান ও কৃতী খেলোয়াড় মাহফুজা আক্তারের আবিষ্কার আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে উল্লেখ করে মোল্লা আমজাদ হোসেন বলেন, ‘আমরা খেলাধূলায় যেমন সাফল্য দেখিয়েছি, কোভিড-১৯ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে যেমন ভূমিকা রেখেছি, তেমনিভাবে মাদক নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে চাই।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘মহান স্বাধীনতাযুদ্ধের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আনসার বাহিনী স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেছিল। স্বাধীনতাযুদ্ধে আনসার বাহিনীর অবদান চির-স্বরণীয়। ‘শান্তি-শৃঙ্খলা-উন্নয়ন-নিরাপত্তায়-সর্বত্র-আমরা’ মূলনীতি বিষয়কে সমুন্নত রেখে দেশ ও জনগণের স্বার্থে প্রতিনিয়ত বাংলাদেশ পুলিশ বাহিনীর সাথে কাঁধে-কাঁধ মিলিয়ে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আনসার-ভিডিপি বাহিনীর সদস্যগণ সর্বদা সহযোগিতা করে যাচ্ছেন। তাই তাদেরকে ধন্যবাদ দিতে হয়।’ ভবিষ্যতে দেশের যেকোনো কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সকলকে আহবান করেন এসপি জাহিদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আনসার-ভিডিপির চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট তরফদার আলমগীর হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক চুয়াডাঙ্গার আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. নাজমুল হক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক-দামুড়হুদা শাখার ব্যবস্থাপক বিশ্বনাথ রায় । সহকারী জেলা কমান্ড্যান্ট কামরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে দলনেতা লিজা খাতুন ও ওয়ালিউর রহমান বক্তব্য দেন। এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহের জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম ও মেহেরপুরের মো. আশিকউজ্জামান উপস্থিত ছিলেন। পরবর্তীতে জেলার দলনেতাদের বাইসাইকেল এবং দলনেত্রীদের একটি করে সেলাই মেশিন ও অন্য সদস্যদের তাদের কাজের জন্য পুরস্কৃত করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মাদক নির্মূলে আমরা কাজ করে চলেছি; আনসার ভিডিপির পরিচালক মোল্লা আমজাদ

আপলোড টাইম : ০৯:৪১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১

আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন বলেছেন, দেশ-বিদেশে ক্রীড়াঙ্গণে আনসার-ভিডিপি সাফল্য দেখিয়ে আসছে। ক্রীড়াঙ্গণের সাফল্যের সেই ধারবাহিকতায় মাদক নির্মূলে আমরা কাজ করে চলেছি। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার আলুকদিয়ায় অবস্থিত জেলা আনসার-ভিডিপি কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথি মোল্লা আমজাদ হোসেন বলেন, ‘প্রতিবেশী দেশের কিছু অসাধু ব্যবসায়ী এবং তার সাথে আমাদের দেশের কিছু অর্থলোভী অসৎ কয়েকজন জড়িত হয়ে বেশি লাভের আশায় এই মাদকের ব্যবসায় জড়িত হচ্ছে। এর ফলে অনেকেই অধিকহারে মাদকাসক্ত হয়ে পড়ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা মাদক নির্মূল করতে না পারি তবে নিয়ন্ত্রণ করতে সর্বদা সচেষ্ট আছি। আমাদের যে ড্রাইভ তা সচল থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ প্রশাসন মাদক প্রতিরোধে একটা বাড়তি ভূমিকা রাখে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল খুবই সীমিত। যে কারণে, মাদকবিরোধী সকল অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশকে সাহায্য করতে হয় আমাদেরকে।’

টানা ৩০ বছর ধরে বাংলাদেশ গেমস চ্যাম্পিয়ন, স্বাধীনতা পদক অর্জন, জাতীয় পতাকা অর্জনসহ তীরন্দাজ রোমান সানা, গলফ খেলোয়াড় সিদ্দিকুর রহমান ও কৃতী খেলোয়াড় মাহফুজা আক্তারের আবিষ্কার আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে উল্লেখ করে মোল্লা আমজাদ হোসেন বলেন, ‘আমরা খেলাধূলায় যেমন সাফল্য দেখিয়েছি, কোভিড-১৯ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে যেমন ভূমিকা রেখেছি, তেমনিভাবে মাদক নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে চাই।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘মহান স্বাধীনতাযুদ্ধের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আনসার বাহিনী স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেছিল। স্বাধীনতাযুদ্ধে আনসার বাহিনীর অবদান চির-স্বরণীয়। ‘শান্তি-শৃঙ্খলা-উন্নয়ন-নিরাপত্তায়-সর্বত্র-আমরা’ মূলনীতি বিষয়কে সমুন্নত রেখে দেশ ও জনগণের স্বার্থে প্রতিনিয়ত বাংলাদেশ পুলিশ বাহিনীর সাথে কাঁধে-কাঁধ মিলিয়ে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আনসার-ভিডিপি বাহিনীর সদস্যগণ সর্বদা সহযোগিতা করে যাচ্ছেন। তাই তাদেরকে ধন্যবাদ দিতে হয়।’ ভবিষ্যতে দেশের যেকোনো কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সকলকে আহবান করেন এসপি জাহিদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আনসার-ভিডিপির চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট তরফদার আলমগীর হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক চুয়াডাঙ্গার আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. নাজমুল হক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক-দামুড়হুদা শাখার ব্যবস্থাপক বিশ্বনাথ রায় । সহকারী জেলা কমান্ড্যান্ট কামরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে দলনেতা লিজা খাতুন ও ওয়ালিউর রহমান বক্তব্য দেন। এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহের জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম ও মেহেরপুরের মো. আশিকউজ্জামান উপস্থিত ছিলেন। পরবর্তীতে জেলার দলনেতাদের বাইসাইকেল এবং দলনেত্রীদের একটি করে সেলাই মেশিন ও অন্য সদস্যদের তাদের কাজের জন্য পুরস্কৃত করা হয়।