ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

মহিলা সমাবেশে চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী জজ সাইফুদ্দিন হোসাইন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: এসডিজি ও ভিশন-২০৪১ মোতাবেক উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী জজ মো. সাইফুদ্দিন হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি গরীব ও অসহায়দের বিনামূল্যে আইনি সহায়তা, নারী শিক্ষা, বাল্যবিবাহ, উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে নারীদের করণীয় এবং পরিবারের স্বচ্ছলতা আনয়নে সকল কাজে নারীদের সম্পৃক্ততার বিষয়ে উপস্থিত নারীদের উদ্দেশ্যে বিস্তারিত আলোকপাত করেন।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম সরকারের উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ধর্মীয় বিষয়ের প্রকৃত শিক্ষা ও মানবিক মূল্যবোধসহ সহনশীল আচরণ এবং একে অন্যের প্রতি মিথ্যা আপবাদ, ক্ষতিকর, শিষ্টাচার বর্হিভূত বক্তব্য প্রদান থেকে বিরত এবং বাল্যবিবাহ ও মাদক রোধে করণীয় বিষয়ে উপস্থিত মহিলাদের সচেতন থাকার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সাইফুল ইসলাম, ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মারুফ বিল্লাহ, সহকারী তথ্য অফিসার, শিক্ষক-শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মহিলাসহ ১২৫ জন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মো. ফারুক হোসেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মহিলা সমাবেশে চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী জজ সাইফুদ্দিন হোসাইন

আপলোড টাইম : ০৯:০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: এসডিজি ও ভিশন-২০৪১ মোতাবেক উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী জজ মো. সাইফুদ্দিন হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি গরীব ও অসহায়দের বিনামূল্যে আইনি সহায়তা, নারী শিক্ষা, বাল্যবিবাহ, উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে নারীদের করণীয় এবং পরিবারের স্বচ্ছলতা আনয়নে সকল কাজে নারীদের সম্পৃক্ততার বিষয়ে উপস্থিত নারীদের উদ্দেশ্যে বিস্তারিত আলোকপাত করেন।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম সরকারের উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ধর্মীয় বিষয়ের প্রকৃত শিক্ষা ও মানবিক মূল্যবোধসহ সহনশীল আচরণ এবং একে অন্যের প্রতি মিথ্যা আপবাদ, ক্ষতিকর, শিষ্টাচার বর্হিভূত বক্তব্য প্রদান থেকে বিরত এবং বাল্যবিবাহ ও মাদক রোধে করণীয় বিষয়ে উপস্থিত মহিলাদের সচেতন থাকার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সাইফুল ইসলাম, ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মারুফ বিল্লাহ, সহকারী তথ্য অফিসার, শিক্ষক-শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মহিলাসহ ১২৫ জন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মো. ফারুক হোসেন।