ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

মনোনয়ন জমা দিতে না পেরে কাঁদলেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • / ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নিজের মনোনয়ন জমা দিতে এসে ব্যর্থ হওয়ায় কাঁদলেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি চুয়াডাঙ্গা-২ আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন জমাদানের শেষ দিনে বিকেল চারটার পর রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেলে তাঁর মনোনয়নপত্রটি আর গ্রহণ করা হয়নি। এতেই আবেগে কান্নায় ভেঙে পড়েন তিনি।

নিজের জমি বিক্রি করে ভোট করার জন্য প্রচারণা বাবদ ১০ লাখ টাকা খরচ করেছেন পল্লী পশু চিকিৎসক চুয়াডাঙ্গা দামুড়হুদার ছোটদুধপাতিলা গ্রামের জাহাঙ্গীর আলম। এরপর মনোনয়ন দাখিলের দিনই ট্রেন ফেইল করেন তিনি। এতেই আর্তনাদে ভেঙে পড়েন জাহাঙ্গীর। এসময় তিনি বলেন, ‘আমার সাথে কোনো কর্মী-সমর্থক নেই, একাই ভোট করে বেড়াই। আজ লোকজন না থাকায় সবকিছু একাই ম্যানেজ করেছি। যার জন্য আমার সময় লেগেছে বেশি। এ জন্য মনোনয়ন জমা দিতেও দেরি হলো। কিন্তু ফরম গ্রহণ করা হয়নি।’ এ জন্য তিনি আরও একদিন সময় চেয়েছেন। অন্যথায় আইনের দারস্থ হবেন বলেও জানান জাহাঙ্গীর।

তিনি আরও বলেন, দীর্ঘদিন এলাকায় কাজ করছি সাধারণ ভোটারদের সঙ্গে। জমি বিক্রি করে ভোটের প্রস্তুতি ভালোভাবেই নিচ্ছিলাম। কিন্তু ইচ্ছা পূরণ হলো না বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা বলেন, নির্ধারিত সময়ের পর প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে আসায় নেওয়া সম্ভব হয়নি। আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মনোনয়ন জমা দিতে না পেরে কাঁদলেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম

আপলোড টাইম : ১০:৩৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
নিজের মনোনয়ন জমা দিতে এসে ব্যর্থ হওয়ায় কাঁদলেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি চুয়াডাঙ্গা-২ আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন জমাদানের শেষ দিনে বিকেল চারটার পর রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেলে তাঁর মনোনয়নপত্রটি আর গ্রহণ করা হয়নি। এতেই আবেগে কান্নায় ভেঙে পড়েন তিনি।

নিজের জমি বিক্রি করে ভোট করার জন্য প্রচারণা বাবদ ১০ লাখ টাকা খরচ করেছেন পল্লী পশু চিকিৎসক চুয়াডাঙ্গা দামুড়হুদার ছোটদুধপাতিলা গ্রামের জাহাঙ্গীর আলম। এরপর মনোনয়ন দাখিলের দিনই ট্রেন ফেইল করেন তিনি। এতেই আর্তনাদে ভেঙে পড়েন জাহাঙ্গীর। এসময় তিনি বলেন, ‘আমার সাথে কোনো কর্মী-সমর্থক নেই, একাই ভোট করে বেড়াই। আজ লোকজন না থাকায় সবকিছু একাই ম্যানেজ করেছি। যার জন্য আমার সময় লেগেছে বেশি। এ জন্য মনোনয়ন জমা দিতেও দেরি হলো। কিন্তু ফরম গ্রহণ করা হয়নি।’ এ জন্য তিনি আরও একদিন সময় চেয়েছেন। অন্যথায় আইনের দারস্থ হবেন বলেও জানান জাহাঙ্গীর।

তিনি আরও বলেন, দীর্ঘদিন এলাকায় কাজ করছি সাধারণ ভোটারদের সঙ্গে। জমি বিক্রি করে ভোটের প্রস্তুতি ভালোভাবেই নিচ্ছিলাম। কিন্তু ইচ্ছা পূরণ হলো না বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা বলেন, নির্ধারিত সময়ের পর প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে আসায় নেওয়া সম্ভব হয়নি। আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।