ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৩৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
  • / ৬৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে ভোট কেন্দ্রের সামনেই ছুরি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঝোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। পরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অন্যান্য কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাসের দুই কর্মী রাজু আহমেদ রাজিব (২৮) ও তাঁর ছোট ভাই রাসেল (২৩)। আহত দুজনেই ঝোড়াঘাটা গ্রামের হুচুকপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।

আহত দুই ভাই রাজু আহমেদ ও রাসেল অভিযোগ করে বলেন, ‘আমাদের পছন্দের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনকে ভোট দেওয়ার জন্য সকাল ১০টার দিকে জন্য দুই ভাই এক সঙ্গে ভোট কেন্দ্রে যাই। আমাদের এলাকার ভোট হচ্ছে ঝোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রের সামনে পৌঁছালে নৌকা প্রতীকের কয়েকজন চিহ্নিত কর্মী আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। আমরা এর প্রতিবাদ করলে তারা ছুরি দিয়ে আমাদের দুই ভাইকে কুপিয়ে আহত করে। পরে আমরা দুই ভাই রক্তাক্ত জখম হলে স্থানীয় ব্যক্তি ও পরিচিতরা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাস জানান, ‘আমার দুই কর্মী-সর্মথককে ভোট কেন্দ্রের সামনে কুপিয়ে জখম করেছে নৌকা প্রতীকের সর্মথকরা। পরে আহত দুজনকে হাসপাতালে পাঠিয়ে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করি।’

নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ‘ঝোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে একটি সংঘর্ষে দুজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনার সঙ্গে আমার কর্মী-সর্মথকদের মধ্যে কেউ জড়িত নয়।’

আহত দুজনের বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘বেলা ১১টার দিকে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়। তাদের থেকে জানতে পারি ভোট কেন্দ্রের বিরোধের জেরে এই দুজনকে ছুরি দিয়ে আহত করা হয়েছে। দুজনের মধ্যে একজনের হাতে ও অন্যজনের পশ্চাদভাগে রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে। আহত দুজনকেই জরুরি বিভাগ থেকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা জানতে পেরেছি। এসময় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে কুপিয়ে জখম

আপলোড টাইম : ০৯:৩৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১

চুয়াডাঙ্গার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে ভোট কেন্দ্রের সামনেই ছুরি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঝোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। পরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অন্যান্য কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাসের দুই কর্মী রাজু আহমেদ রাজিব (২৮) ও তাঁর ছোট ভাই রাসেল (২৩)। আহত দুজনেই ঝোড়াঘাটা গ্রামের হুচুকপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।

আহত দুই ভাই রাজু আহমেদ ও রাসেল অভিযোগ করে বলেন, ‘আমাদের পছন্দের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনকে ভোট দেওয়ার জন্য সকাল ১০টার দিকে জন্য দুই ভাই এক সঙ্গে ভোট কেন্দ্রে যাই। আমাদের এলাকার ভোট হচ্ছে ঝোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রের সামনে পৌঁছালে নৌকা প্রতীকের কয়েকজন চিহ্নিত কর্মী আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। আমরা এর প্রতিবাদ করলে তারা ছুরি দিয়ে আমাদের দুই ভাইকে কুপিয়ে আহত করে। পরে আমরা দুই ভাই রক্তাক্ত জখম হলে স্থানীয় ব্যক্তি ও পরিচিতরা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাস জানান, ‘আমার দুই কর্মী-সর্মথককে ভোট কেন্দ্রের সামনে কুপিয়ে জখম করেছে নৌকা প্রতীকের সর্মথকরা। পরে আহত দুজনকে হাসপাতালে পাঠিয়ে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করি।’

নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ‘ঝোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে একটি সংঘর্ষে দুজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনার সঙ্গে আমার কর্মী-সর্মথকদের মধ্যে কেউ জড়িত নয়।’

আহত দুজনের বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘বেলা ১১টার দিকে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়। তাদের থেকে জানতে পারি ভোট কেন্দ্রের বিরোধের জেরে এই দুজনকে ছুরি দিয়ে আহত করা হয়েছে। দুজনের মধ্যে একজনের হাতে ও অন্যজনের পশ্চাদভাগে রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে। আহত দুজনকেই জরুরি বিভাগ থেকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা জানতে পেরেছি। এসময় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’