ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ভুল চিকিৎসা পরিলক্ষিত না হওয়ায় আলমডাঙ্গার সিলগালাকৃত ক্লিনিক পুনঃরায় চালু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:  আলমডাঙ্গায় সিলগালাকৃত মডার্ন ডেন্টাল সার্জারি ক্লিনিক-এর স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম পুনঃরায় পরিচালনার অনুমতি দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল বুধবার জেলা স্বাস্থ্য বিভাগের এক চিঠি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। স্বাস্থ্য বিভাগের চিঠিতে উল্লেখ করা হয়েছে গত ২৫ নভেম্বর চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানীয় পত্রিকায় ‘আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে দাঁতের চিকিৎসা করাতে গিয়ে বিপত্তি, শ্বাসনালী ফুটো করার রুবেল হোসেনের মৃত্যু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত ঘটনায় জেলা সিভিল সার্জনের নির্দেশে একটি তদন্ত কমিটি তাৎক্ষণিক (পরদিন ২৬ নভেম্বর) সরেজমিনে তদস্ত করে। এবং অত্র ক্লিনিকের স্বাস্থ্য সেবা সংক্রান্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। পরবর্তীতে গঠিত তদন্ত কমিটির দাখিলকৃত তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে, উক্ত মৃত ব্যক্তি রুবেল হোসেনের অপারেশনের কাজে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োজিত ছিলেন ও চিকিৎসা সংক্রান্তে চিকিৎসকগণের কোন গাফিলতি বা কোন ভুল চিকিৎসা পরিলক্ষিত হয়নি। এছাড়াও মডার্ন ডেন্টাল সার্জারি ক্লিনিক ও চিকিৎসকগণের বিরুদ্ধে উক্ত মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ করা হয়নি।

যার পরিপ্রেক্ষিতে আলমডাঙ্গা উপজেলার সাধারণ জনগণের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে এবং সাময়িক বন্ধকৃত প্রতিষ্ঠানটির আবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির সার্বিক পরিবেশ মানসম্মত করার লক্ষে নতুন ভবনে স্থানান্তর ও তদন্ত কমিটির সুপারিশক্রমে ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার শর্তে প্রতিষ্ঠানটিকে তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) থেকে মডার্ন ডেন্টাল সার্জারি ক্লিনিক-এর স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম পূর্বের ন্যায় যথারীতি চলবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ভুল চিকিৎসা পরিলক্ষিত না হওয়ায় আলমডাঙ্গার সিলগালাকৃত ক্লিনিক পুনঃরায় চালু

আপলোড টাইম : ০৯:১৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন:  আলমডাঙ্গায় সিলগালাকৃত মডার্ন ডেন্টাল সার্জারি ক্লিনিক-এর স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম পুনঃরায় পরিচালনার অনুমতি দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল বুধবার জেলা স্বাস্থ্য বিভাগের এক চিঠি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। স্বাস্থ্য বিভাগের চিঠিতে উল্লেখ করা হয়েছে গত ২৫ নভেম্বর চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানীয় পত্রিকায় ‘আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে দাঁতের চিকিৎসা করাতে গিয়ে বিপত্তি, শ্বাসনালী ফুটো করার রুবেল হোসেনের মৃত্যু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত ঘটনায় জেলা সিভিল সার্জনের নির্দেশে একটি তদন্ত কমিটি তাৎক্ষণিক (পরদিন ২৬ নভেম্বর) সরেজমিনে তদস্ত করে। এবং অত্র ক্লিনিকের স্বাস্থ্য সেবা সংক্রান্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। পরবর্তীতে গঠিত তদন্ত কমিটির দাখিলকৃত তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে, উক্ত মৃত ব্যক্তি রুবেল হোসেনের অপারেশনের কাজে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োজিত ছিলেন ও চিকিৎসা সংক্রান্তে চিকিৎসকগণের কোন গাফিলতি বা কোন ভুল চিকিৎসা পরিলক্ষিত হয়নি। এছাড়াও মডার্ন ডেন্টাল সার্জারি ক্লিনিক ও চিকিৎসকগণের বিরুদ্ধে উক্ত মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ করা হয়নি।

যার পরিপ্রেক্ষিতে আলমডাঙ্গা উপজেলার সাধারণ জনগণের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে এবং সাময়িক বন্ধকৃত প্রতিষ্ঠানটির আবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির সার্বিক পরিবেশ মানসম্মত করার লক্ষে নতুন ভবনে স্থানান্তর ও তদন্ত কমিটির সুপারিশক্রমে ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার শর্তে প্রতিষ্ঠানটিকে তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) থেকে মডার্ন ডেন্টাল সার্জারি ক্লিনিক-এর স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম পূর্বের ন্যায় যথারীতি চলবে।