ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
  • / ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে নয়টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তোমরা ছাত্র। শিক্ষকদের সম্মান করতে হবে। শিক্ষকদের কাছ থেকে মন দিয়ে শিখতে হবে।’ তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা মানুষ গড়ার কারিগর। আপনারা মনোযোগ দিয়ে পাঠদান করবেন। নিজের সর্বোচ্চটা দিয়ে শিক্ষাদান করবেন। তিনি আরও বলেন, ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের খেলাধুলায় একটা সুনাম ছিল। কিন্তু এখন আর তা আগের মতো নেই। সেই সুনাম ফিরিয়ে আনতে হবে। এতে ক্রীড়া শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। লেখাপড়ার সাথে সাথে ছাত্রদের মাঠমুখী করতে হবে। ক্রীড়া শিক্ষককে মাঠে যেয়ে বাঁশি বাজাতে হবে।’

অনুষ্ঠানে ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার, ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিল আরা প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ১১:২৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে নয়টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তোমরা ছাত্র। শিক্ষকদের সম্মান করতে হবে। শিক্ষকদের কাছ থেকে মন দিয়ে শিখতে হবে।’ তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা মানুষ গড়ার কারিগর। আপনারা মনোযোগ দিয়ে পাঠদান করবেন। নিজের সর্বোচ্চটা দিয়ে শিক্ষাদান করবেন। তিনি আরও বলেন, ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের খেলাধুলায় একটা সুনাম ছিল। কিন্তু এখন আর তা আগের মতো নেই। সেই সুনাম ফিরিয়ে আনতে হবে। এতে ক্রীড়া শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। লেখাপড়ার সাথে সাথে ছাত্রদের মাঠমুখী করতে হবে। ক্রীড়া শিক্ষককে মাঠে যেয়ে বাঁশি বাজাতে হবে।’

অনুষ্ঠানে ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার, ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিল আরা প্রমুখ।