ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

বেগমপুরে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা সদরের নবাগত ইউএনও শামীম ভূইয়া

আরিফ হাসান:
  • আপলোড টাইম : ০৮:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • / ৬২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম-মৃত্যু নিবন্ধন, মানসম্মত শিক্ষা ও দুর্নীতি মুক্ত সরকারি সেবা প্রদান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় বেগমপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী যে দিন ঘোষণা দিয়েছিলেন নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হবে, বাংলাদেশ সেদিন থেকেই বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে হলে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, করোনা প্রতিরোধে সবাইকে সর্তক থাকতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বোয়ালিয়া সহকারী প্রাথমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, বেগমপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কায়েশ আলী, আমিরুল ইসলাম গুন্ডা প্রমুখ।
অনুষ্ঠানের শুরতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন কৃষ্ণপুর জামে মসজিদের ইমান সাইফুল ইসলাম। ইউপি সচিব ফয়জুর রহমানের পরিচালনায় মতবিনিময়ে বেগমপুর ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও মসজিদের ইমামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বেগমপুরে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা সদরের নবাগত ইউএনও শামীম ভূইয়া

আপলোড টাইম : ০৮:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম-মৃত্যু নিবন্ধন, মানসম্মত শিক্ষা ও দুর্নীতি মুক্ত সরকারি সেবা প্রদান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় বেগমপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী যে দিন ঘোষণা দিয়েছিলেন নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হবে, বাংলাদেশ সেদিন থেকেই বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে হলে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, করোনা প্রতিরোধে সবাইকে সর্তক থাকতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বোয়ালিয়া সহকারী প্রাথমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, বেগমপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কায়েশ আলী, আমিরুল ইসলাম গুন্ডা প্রমুখ।
অনুষ্ঠানের শুরতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন কৃষ্ণপুর জামে মসজিদের ইমান সাইফুল ইসলাম। ইউপি সচিব ফয়জুর রহমানের পরিচালনায় মতবিনিময়ে বেগমপুর ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও মসজিদের ইমামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।