ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

বেগম খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে- বিএনপি নেতা শরীফ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • / ৩৯ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। গতকাল সোমবার পৃথক আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে বিক্ষোভ করে দলটির নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা-কর্মীরা। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করে তাঁরা। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থার দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ বিক্ষোভ সমাবেশ করে। অসুস্থ বিএনপির চেয়ারপার্সনের দ্রুত বিদেশে চিকিৎসার দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশে সাবেক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিক আবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ অন্যায়ভাবে মিথ্যা মামলায় বন্দী করে বিদেশে উন্নত চিকিৎসাসেবা প্রদানে বাধা দিচ্ছে। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। রাষ্ট্রের মৌলিক অধিকারের মধ্যে একটি অধিকার হচ্ছে চিকিৎসা। অথচ আজ দেশের সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রেই সেটি নিশ্চিত হচ্ছে না। তারা চাইছে দেশে চিকিৎসাসেবা না পেয়ে সাবেক প্রধানমন্ত্রী ধুঁকে ধুঁকে মারা যাক। যদি খালেদা জিয়ার কিছু হয়, তবে এর দায় সরকারকে নিতে হবে। আমরা তখন বসে থাকব না, আল্টিমেটাম নয়, দূর্বার আন্দোলন গড়ে তুলব।

জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিবের উপস্থাপনায় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও মহিলা দলের নেত্রী জাহানারা পারভীন, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুল হক পল্টু, সদর উপজেলা বিএনপির নেতা মনিরুজ্জামান লিপ্টন, আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইস মোস্তফা ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খাইরুল ইসলাম খাইরুল, খালিদ মাহমুদ মিল্টন, আব্দুল গনি, আনিসুল হক বিশু, সাবেক দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, আব্দুল হান্নান, বজলুর রহমান বজলুর, আশাদুল হক জোয়ার্দ্দার আলো, শাহ আলম, উপজেলা বিএনপির নেতা ও তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিলন মিয়া, আলুকদিয়া ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতা হাফিজুর, খাজা মহিউদ্দীন, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মান্নান, রুহুল কুদ্দুস পঁচা, পদ্ববিলা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল রাজ্জাক বাবলু, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতা লাল্টু, মোমিনপুর ইউনিয়ন বিএনপির নেতা মজিবুল হক মজিবুল, জেলা যুবদলের সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ, সহসাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, গ্রামবিষয়ক সম্পাদক ইকরামুল হক ইকরা, সহ-সম্পাদক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহাবুল আলম, সদস্য হাবিবুর রহমান জোয়ার্দ্দার মানিক, হাফিজুর রহমান হ্যাপি, আশরাফুল ইসলাম রুবেল, আরিফ, টোকন, টুটুল, মনসুর, আরিফ, সাইফুল, হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক আলমগীর হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক শাহা জামাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মীর মাহাবুব রনি, সদস্য মজনু মিয়া, তুহিন হোসেন, পান্না জোয়ার্দার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, সানোয়ার হোসেন, খোরশেদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ, মহসিন আলী, ইনামুল হক ইমন, আব্দুর রশিদ, পলাশ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মতিউর রহমান মিশর, শাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক সাইমুম জামান মিশা, সাইমুম আহমেদ ইকবাল, রাশেদুল ইসলাম, পাঠাগার বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সহ-পাঠাগার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আহমেদ মাহবুব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির সোহেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, শারুখ, আরাফাত, হাসানুজ্জামান হাসান, রকিব আহমেদ।

মেহেরপুর:
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আনছার উল হক, আব্দুল্লাহসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বলেন, দেশে ভয়াবহ সংকট এড়াতে হলে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিকে, মেহেরপুর জেলার গাংনীতেও বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে অনুরূপ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে জাভেদ মাসুদ মিল্টনের দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান রেজাউল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, জেলা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম নাসির, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গুড্ডু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো।

এসময় দলের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস মহিলা চেয়ারম্যান লাইলা আঞ্জুমান বানু, উপজেলা যুবদলের আহ্বায়ক মালেক চপল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হক, যুবদলের সিনিয়র সভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক কাউছার আলী, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হক, ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

জীবননগর:
জীবননগরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় জীবননগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে জীবননগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মোহাম্মদ নোয়াব আলী, জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারমান মঈন উদ্দিন ময়েন, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসভাপতি আবুল হোসেন তোয়া, আ. হামিদ, ইউনিুস আলী, আ. সালাম, জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কমিশনার হযরত আলী, আল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, যুবদল নেতা সাইফুল ইসলাম, মিনাজুল, সরোয়ার, রানা, আলতাফ, হাসানুজ্জামান, অনিম, আনোয়ার, মিঠু, ইউনুস, স্বেচ্ছাসেবক দল নেতা রকিবুল, সাহাবুদ্দিন, সাইদুর, ডালিম, সবুর, নবাব, শাহিন, মামুন, বকুল, আমান, দেলোয়ার, বিল্লাল, হায়দার, হাফিজুর, জিহাদ, ইকবাল, হারেজ, আবু সাঈদ প্রমুখ।

মহেশপুর:
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকেল চারটায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বয়াক এস এম শাহজামান মোহন, সদস্যসচিব মেহেদী হাসান রনি, যুগ্ম আহ্বায়ক নারগিস সুলতানা দিপা, পৌর সভাপতি আমিরুল ইসলাম চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান রিপন, মাজেদুজ্জামান কাজল, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্যসচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী ফয়সাল আহম্মেদ, পৌর আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্যসচিব হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম এরশাদ, সদস্যসচিব সুরুজজামান সুরুজ, পৌর আহ্বায়ক আবু জাফর আল আসাদ বাবু, তারেক পরিষদের সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান রতন, সদস্যসচিব আব্দুল মালেক প্রমুখ। বিক্ষোভ সমাবেশে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়ে বক্তারা বলেন, খালেদা জিয়ার কিছু হলে এই অবৈধ বিনা ভোটের সরকার দায়ী থাকবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বেগম খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে- বিএনপি নেতা শরীফ

আপলোড টাইম : ০৯:১৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। গতকাল সোমবার পৃথক আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে বিক্ষোভ করে দলটির নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা-কর্মীরা। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করে তাঁরা। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থার দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ বিক্ষোভ সমাবেশ করে। অসুস্থ বিএনপির চেয়ারপার্সনের দ্রুত বিদেশে চিকিৎসার দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশে সাবেক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিক আবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ অন্যায়ভাবে মিথ্যা মামলায় বন্দী করে বিদেশে উন্নত চিকিৎসাসেবা প্রদানে বাধা দিচ্ছে। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। রাষ্ট্রের মৌলিক অধিকারের মধ্যে একটি অধিকার হচ্ছে চিকিৎসা। অথচ আজ দেশের সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রেই সেটি নিশ্চিত হচ্ছে না। তারা চাইছে দেশে চিকিৎসাসেবা না পেয়ে সাবেক প্রধানমন্ত্রী ধুঁকে ধুঁকে মারা যাক। যদি খালেদা জিয়ার কিছু হয়, তবে এর দায় সরকারকে নিতে হবে। আমরা তখন বসে থাকব না, আল্টিমেটাম নয়, দূর্বার আন্দোলন গড়ে তুলব।

জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিবের উপস্থাপনায় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও মহিলা দলের নেত্রী জাহানারা পারভীন, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুল হক পল্টু, সদর উপজেলা বিএনপির নেতা মনিরুজ্জামান লিপ্টন, আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইস মোস্তফা ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খাইরুল ইসলাম খাইরুল, খালিদ মাহমুদ মিল্টন, আব্দুল গনি, আনিসুল হক বিশু, সাবেক দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, আব্দুল হান্নান, বজলুর রহমান বজলুর, আশাদুল হক জোয়ার্দ্দার আলো, শাহ আলম, উপজেলা বিএনপির নেতা ও তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিলন মিয়া, আলুকদিয়া ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতা হাফিজুর, খাজা মহিউদ্দীন, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মান্নান, রুহুল কুদ্দুস পঁচা, পদ্ববিলা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল রাজ্জাক বাবলু, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতা লাল্টু, মোমিনপুর ইউনিয়ন বিএনপির নেতা মজিবুল হক মজিবুল, জেলা যুবদলের সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ, সহসাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, গ্রামবিষয়ক সম্পাদক ইকরামুল হক ইকরা, সহ-সম্পাদক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহাবুল আলম, সদস্য হাবিবুর রহমান জোয়ার্দ্দার মানিক, হাফিজুর রহমান হ্যাপি, আশরাফুল ইসলাম রুবেল, আরিফ, টোকন, টুটুল, মনসুর, আরিফ, সাইফুল, হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক আলমগীর হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক শাহা জামাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মীর মাহাবুব রনি, সদস্য মজনু মিয়া, তুহিন হোসেন, পান্না জোয়ার্দার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, সানোয়ার হোসেন, খোরশেদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ, মহসিন আলী, ইনামুল হক ইমন, আব্দুর রশিদ, পলাশ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মতিউর রহমান মিশর, শাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক সাইমুম জামান মিশা, সাইমুম আহমেদ ইকবাল, রাশেদুল ইসলাম, পাঠাগার বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সহ-পাঠাগার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আহমেদ মাহবুব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির সোহেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, শারুখ, আরাফাত, হাসানুজ্জামান হাসান, রকিব আহমেদ।

মেহেরপুর:
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আনছার উল হক, আব্দুল্লাহসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বলেন, দেশে ভয়াবহ সংকট এড়াতে হলে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিকে, মেহেরপুর জেলার গাংনীতেও বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে অনুরূপ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে জাভেদ মাসুদ মিল্টনের দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান রেজাউল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, জেলা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম নাসির, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গুড্ডু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো।

এসময় দলের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস মহিলা চেয়ারম্যান লাইলা আঞ্জুমান বানু, উপজেলা যুবদলের আহ্বায়ক মালেক চপল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হক, যুবদলের সিনিয়র সভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক কাউছার আলী, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হক, ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

জীবননগর:
জীবননগরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় জীবননগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে জীবননগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মোহাম্মদ নোয়াব আলী, জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারমান মঈন উদ্দিন ময়েন, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসভাপতি আবুল হোসেন তোয়া, আ. হামিদ, ইউনিুস আলী, আ. সালাম, জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কমিশনার হযরত আলী, আল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, যুবদল নেতা সাইফুল ইসলাম, মিনাজুল, সরোয়ার, রানা, আলতাফ, হাসানুজ্জামান, অনিম, আনোয়ার, মিঠু, ইউনুস, স্বেচ্ছাসেবক দল নেতা রকিবুল, সাহাবুদ্দিন, সাইদুর, ডালিম, সবুর, নবাব, শাহিন, মামুন, বকুল, আমান, দেলোয়ার, বিল্লাল, হায়দার, হাফিজুর, জিহাদ, ইকবাল, হারেজ, আবু সাঈদ প্রমুখ।

মহেশপুর:
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকেল চারটায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বয়াক এস এম শাহজামান মোহন, সদস্যসচিব মেহেদী হাসান রনি, যুগ্ম আহ্বায়ক নারগিস সুলতানা দিপা, পৌর সভাপতি আমিরুল ইসলাম চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান রিপন, মাজেদুজ্জামান কাজল, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্যসচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী ফয়সাল আহম্মেদ, পৌর আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্যসচিব হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম এরশাদ, সদস্যসচিব সুরুজজামান সুরুজ, পৌর আহ্বায়ক আবু জাফর আল আসাদ বাবু, তারেক পরিষদের সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান রতন, সদস্যসচিব আব্দুল মালেক প্রমুখ। বিক্ষোভ সমাবেশে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়ে বক্তারা বলেন, খালেদা জিয়ার কিছু হলে এই অবৈধ বিনা ভোটের সরকার দায়ী থাকবে।