ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

বিজিবির সপ্তাহব্যাপী অভিযানে মাদক-নগদ টাকাসহ পাচারকারী আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সীমান্তে চোরাচালান মাদক বিরোধী সপ্তাহব্যাপী অভিযানে মাদক নগদ টাকাসহ সাইফুল ইসলাম (২৫) নামের একজন পাচারকারিকে আটক করেছে চুয়াডাঙ্গা বিজিবির সদস্যরা। গতকাল শনিবার চুয়াডাঙ্গা বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহ মো. ইশতিয়াক, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জুলাই থেকে গতকাল শনিবার পর্যন্ত সাতদিনে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ( বিজিবি)-এর অধীনস্থ দর্শনা আইসিপি, বারাদী, সুলতানপুর এবং ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় সাইফুল ইসলাম নামের এক টাকা পাচারকারিকে লক্ষ ৯০ হাজার টাকাসহ আটক করা হয়। এছাড়াও ভারতীয় ৮৯ বোতল ফেন্সিডিল, বোতল মদ আটক করতে সক্ষম হয় বিজিবি। আটককৃত সাইফুল ইসলাম উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের কয়সার মল্লিকের ছেলে। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এছাড়া আটককৃত আসামীসহ চোরাচালানী মালামাল দর্শনা থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিজিবি আরো জানায় আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য লক্ষ ২৮ হাজার টাকা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিজিবির সপ্তাহব্যাপী অভিযানে মাদক-নগদ টাকাসহ পাচারকারী আটক

আপলোড টাইম : ০৭:২৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২

সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সীমান্তে চোরাচালান মাদক বিরোধী সপ্তাহব্যাপী অভিযানে মাদক নগদ টাকাসহ সাইফুল ইসলাম (২৫) নামের একজন পাচারকারিকে আটক করেছে চুয়াডাঙ্গা বিজিবির সদস্যরা। গতকাল শনিবার চুয়াডাঙ্গা বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহ মো. ইশতিয়াক, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জুলাই থেকে গতকাল শনিবার পর্যন্ত সাতদিনে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ( বিজিবি)-এর অধীনস্থ দর্শনা আইসিপি, বারাদী, সুলতানপুর এবং ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় সাইফুল ইসলাম নামের এক টাকা পাচারকারিকে লক্ষ ৯০ হাজার টাকাসহ আটক করা হয়। এছাড়াও ভারতীয় ৮৯ বোতল ফেন্সিডিল, বোতল মদ আটক করতে সক্ষম হয় বিজিবি। আটককৃত সাইফুল ইসলাম উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের কয়সার মল্লিকের ছেলে। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এছাড়া আটককৃত আসামীসহ চোরাচালানী মালামাল দর্শনা থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিজিবি আরো জানায় আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য লক্ষ ২৮ হাজার টাকা।