ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

বিজিবির সদস্যরা সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী: বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এমপি টগর

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:৪৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এদিবসটি উপলক্ষে গতকাল শনিবার চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজনে অংশ নেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে বিজিবি সদস্যরা। রাতদিন সমানতালে তাদের পরিশ্রমেই সুরক্ষিত থাকে দেশ। তারা যেমন দেশ সুরক্ষায় কাজ করে, তেমনি মাদক ও চোরাচালানেও বিজিবির অবস্থান অনেক শক্ত। মাদক ও চোরাচালানমুক্ত করতে শুধু বিজিবি কিংবা অন্য বাহিনীর উপর ছেড়ে দিলেই হবে না, নিজেদেরকেও সহযোগিতা করতে হবে।’

                চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল খালেকুজ্জামান পিবিজিএম, পিএসসি-এর সভাপতিত্বে প্রীতিভোজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিজিবির কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্ণেল মহিউদ্দীন জাবেদ, এসইউপি, পিএসসি, জি, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, মেহেরপুরের পুলিশ সুপার ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

এছাড়াও রিজিয়ন সদর দপ্তর, যশোরের অধীনস্থ বিভিন্ন অফিসার্সবৃন্দ, স্থানীয় সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে অলংকৃত করেন।

                বিজিবি জানিয়েছে, গত ১৯৭৫ সালের ১ জানুয়ারি রংপুর সেক্টরের অধীনস্থ কুড়িগ্রামে এই ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লাভ করে। ৬ বছর কুড়িগ্রামে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার পর গত ১৯৮০ সালের ৩০ জুন এই ব্যাটালিয়ন খাগড়াছড়িতে স্থানান্তর পূর্বক বাংলাদেশ-ভারত সীমান্ত চিহ্নিতকরণের এক গুরত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ করা হয়। সীমান্তে চিহ্নিত করণের দায়িত্ব পালন করতে গিয়ে খাগড়াছড়ির শীলছড়ি নামক স্থানে তথাকথিত শান্তিবাহিনীর সাথে সংঘর্ষে অত্র ব্যাটালিয়নের ৬ জন অকুতোভয় সৈনিক শাহাদাতবরণ করেন এবং অন্য ৩ জন সৈনিক গুরুতর আহত হন। ১৯৮৩ সালে পুনরায় ব্যাটালিয়ন তার পূর্বের স্থান কুড়িগ্রামে স্থানান্তর হয়। ব্যাটালিয়ন দ্বিতীয়বারের মত কুড়িগ্রামে দায়িত্ব পালনকালে ১৯৮৪ সালে ভারত কর্তৃক নোম্যান্স ল্যান্ডে জোরপূর্বক কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ প্রতিহত করতে গিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে অত্র ব্যাটালিয়নের সিপাহী আতাউর রহমান শাহাদাত বরণ করেন এবং নায়েক মেহের আলী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অতঃপর ৩১ মার্চ ১৯৮৯ সালের অত্র ব্যাটালিয়ন চট্টগ্রাম সেক্টরের অধীনস্থ বলিপাড়ায় স্থানান্তির হয়ে পার্বত্য এলাকার সন্ত্রাস দমন কাজে নিয়োজিত ছিল। পাবর্ত্য এলাকায় সাফল্যজনকভাবে উক্ত দায়িত্ব পালন শেষে সময়ের পরিক্রমায় নওগাঁ, বরকল, চাপাইনবাবগঞ্জ ও জামালপুরে দায়িত্ব পালন শেষে গত ২৩ মার্চ ২০১৩ তারিখে জামালপুর হতে কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ চুয়াডাঙ্গায় স্থানান্তিরত হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার দায়িত্বপূর্ণ ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় জনসাধারণের আস্থা অর্জনসহ সীমান্তবর্তী এলাকায় সকল প্রকার অপরাধ প্রতিহত করার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিজিবির সদস্যরা সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী: বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এমপি টগর

আপলোড টাইম : ০৫:৪৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এদিবসটি উপলক্ষে গতকাল শনিবার চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজনে অংশ নেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে বিজিবি সদস্যরা। রাতদিন সমানতালে তাদের পরিশ্রমেই সুরক্ষিত থাকে দেশ। তারা যেমন দেশ সুরক্ষায় কাজ করে, তেমনি মাদক ও চোরাচালানেও বিজিবির অবস্থান অনেক শক্ত। মাদক ও চোরাচালানমুক্ত করতে শুধু বিজিবি কিংবা অন্য বাহিনীর উপর ছেড়ে দিলেই হবে না, নিজেদেরকেও সহযোগিতা করতে হবে।’

                চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল খালেকুজ্জামান পিবিজিএম, পিএসসি-এর সভাপতিত্বে প্রীতিভোজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিজিবির কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্ণেল মহিউদ্দীন জাবেদ, এসইউপি, পিএসসি, জি, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, মেহেরপুরের পুলিশ সুপার ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

এছাড়াও রিজিয়ন সদর দপ্তর, যশোরের অধীনস্থ বিভিন্ন অফিসার্সবৃন্দ, স্থানীয় সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে অলংকৃত করেন।

                বিজিবি জানিয়েছে, গত ১৯৭৫ সালের ১ জানুয়ারি রংপুর সেক্টরের অধীনস্থ কুড়িগ্রামে এই ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লাভ করে। ৬ বছর কুড়িগ্রামে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার পর গত ১৯৮০ সালের ৩০ জুন এই ব্যাটালিয়ন খাগড়াছড়িতে স্থানান্তর পূর্বক বাংলাদেশ-ভারত সীমান্ত চিহ্নিতকরণের এক গুরত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ করা হয়। সীমান্তে চিহ্নিত করণের দায়িত্ব পালন করতে গিয়ে খাগড়াছড়ির শীলছড়ি নামক স্থানে তথাকথিত শান্তিবাহিনীর সাথে সংঘর্ষে অত্র ব্যাটালিয়নের ৬ জন অকুতোভয় সৈনিক শাহাদাতবরণ করেন এবং অন্য ৩ জন সৈনিক গুরুতর আহত হন। ১৯৮৩ সালে পুনরায় ব্যাটালিয়ন তার পূর্বের স্থান কুড়িগ্রামে স্থানান্তর হয়। ব্যাটালিয়ন দ্বিতীয়বারের মত কুড়িগ্রামে দায়িত্ব পালনকালে ১৯৮৪ সালে ভারত কর্তৃক নোম্যান্স ল্যান্ডে জোরপূর্বক কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ প্রতিহত করতে গিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে অত্র ব্যাটালিয়নের সিপাহী আতাউর রহমান শাহাদাত বরণ করেন এবং নায়েক মেহের আলী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অতঃপর ৩১ মার্চ ১৯৮৯ সালের অত্র ব্যাটালিয়ন চট্টগ্রাম সেক্টরের অধীনস্থ বলিপাড়ায় স্থানান্তির হয়ে পার্বত্য এলাকার সন্ত্রাস দমন কাজে নিয়োজিত ছিল। পাবর্ত্য এলাকায় সাফল্যজনকভাবে উক্ত দায়িত্ব পালন শেষে সময়ের পরিক্রমায় নওগাঁ, বরকল, চাপাইনবাবগঞ্জ ও জামালপুরে দায়িত্ব পালন শেষে গত ২৩ মার্চ ২০১৩ তারিখে জামালপুর হতে কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ চুয়াডাঙ্গায় স্থানান্তিরত হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার দায়িত্বপূর্ণ ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় জনসাধারণের আস্থা অর্জনসহ সীমান্তবর্তী এলাকায় সকল প্রকার অপরাধ প্রতিহত করার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে।