ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ মহড়া সম্পন্ন

বিজয় দিবস ম্যারাথন প্রতিযোগিতা আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • / ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে কুচকাওয়াজ মহড়া সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে জেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও অস্ত্রধারী বাহিনীর অংশগ্রহণে কুচকাওয়াজ মহড়া সম্পন্ন হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় এবং সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে অংশগ্রহণকারী দলসমূহকে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন মহড়ার ব্যবস্থা করা হয়।

মূল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ডিসপ্লে প্রদর্শনের থিমে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনার বহিঃপ্রকাশ থাকবে হবে। এ বিষয়টি নিশ্চিত করার জন্য ও কুচকাওয়াজ মহড়া তদারকির জন্য মাঠে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার শেখ মো. রাসেল, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদুল আলম মিনহাজ, এনডিসি সাইফুল ইসলাম সাইফ, সাদাত হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

কুচকাওয়াজ মহড়াটি পরিচালনা করেন পুলিশের আরআই আমিরুল ইসলাম, ফজলুল হক মালিক, ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, নাসির আহাদ জোয়ার্দ্দার, আব্দুল হাই, শহিদুল কদর জোয়ার্দ্দার, জেলা নাজির শহিদুল ইসলাম, শহীদুল্লাহ প্রমুখ।

এদিকে, মহান বিজয় দিবস-২০২৩ মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় শুরু হবে দামুড়হুদার দর্শনা রেলগেট থেকে। যে সকল প্রতিযোগী চুয়াডাঙ্গা শহর বা তার আশপাশ এলাকা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদরে আজ ফজরের নামাজের পরপরই চুয়াডাঙ্গা পৌরসভায় এসে উপস্থিত হওয়ার জন্য জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত প্রতিযোগীদের নিয়ে চুয়াডাঙ্গা পৌরসভার গাড়িতে প্রতিযোগিতার উদ্বোধন স্থলে পৌঁছে দেওয়া হবে।

অপরদিকে, গত পরশু চুয়াডাঙ্গা পৌরসভায় ম্যারাথন দৌঁড় উপলক্ষে প্রস্তুতি সভায় সিদ্ধান্ত গৃহীত হয় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হবে। দূরপাল্লার এ দৌঁড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে দৌঁড় সম্পন্নকারী প্রথম চারজনকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ মহড়া সম্পন্ন

বিজয় দিবস ম্যারাথন প্রতিযোগিতা আজ

আপলোড টাইম : ১০:০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে কুচকাওয়াজ মহড়া সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে জেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও অস্ত্রধারী বাহিনীর অংশগ্রহণে কুচকাওয়াজ মহড়া সম্পন্ন হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় এবং সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে অংশগ্রহণকারী দলসমূহকে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন মহড়ার ব্যবস্থা করা হয়।

মূল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ডিসপ্লে প্রদর্শনের থিমে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনার বহিঃপ্রকাশ থাকবে হবে। এ বিষয়টি নিশ্চিত করার জন্য ও কুচকাওয়াজ মহড়া তদারকির জন্য মাঠে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার শেখ মো. রাসেল, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদুল আলম মিনহাজ, এনডিসি সাইফুল ইসলাম সাইফ, সাদাত হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

কুচকাওয়াজ মহড়াটি পরিচালনা করেন পুলিশের আরআই আমিরুল ইসলাম, ফজলুল হক মালিক, ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, নাসির আহাদ জোয়ার্দ্দার, আব্দুল হাই, শহিদুল কদর জোয়ার্দ্দার, জেলা নাজির শহিদুল ইসলাম, শহীদুল্লাহ প্রমুখ।

এদিকে, মহান বিজয় দিবস-২০২৩ মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় শুরু হবে দামুড়হুদার দর্শনা রেলগেট থেকে। যে সকল প্রতিযোগী চুয়াডাঙ্গা শহর বা তার আশপাশ এলাকা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদরে আজ ফজরের নামাজের পরপরই চুয়াডাঙ্গা পৌরসভায় এসে উপস্থিত হওয়ার জন্য জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত প্রতিযোগীদের নিয়ে চুয়াডাঙ্গা পৌরসভার গাড়িতে প্রতিযোগিতার উদ্বোধন স্থলে পৌঁছে দেওয়া হবে।

অপরদিকে, গত পরশু চুয়াডাঙ্গা পৌরসভায় ম্যারাথন দৌঁড় উপলক্ষে প্রস্তুতি সভায় সিদ্ধান্ত গৃহীত হয় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হবে। দূরপাল্লার এ দৌঁড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে দৌঁড় সম্পন্নকারী প্রথম চারজনকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হবে।