ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর মায়ের ইন্তেকাল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর মা ফাতেমা ইব্রাহিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে, মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখা। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা যৌথভাবে এই বিবৃতি দেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, জন্ম যেমন সত্য, মৃত্যুও ঠিক তেমনি অবধারিত। তবুও মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর, আর তা যদি হয় মমতাময়ী মায়ের মৃত্যু, সে তো বিষাদের এক অতলান্ত সিন্ধু। মাতৃহারা প্রিয় অগ্রজকে সান্ত্বনা জানাবার ভাষা আমাদের জানা নেই। মহান আল্লাহ তাকে এই শোক সইবার শক্তি দিন। মরহুমার মতো এমন সরলমনা, ধার্মিক ও পরোপকারী মানবীর মৃত্যুতে পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীগণ শোকে শোকাভিভূত। আমরাও তার মৃত্যুতে গভীরভাবে শোক ভারাক্রান্ত।’ নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকবিহ্বল পরিবারবর্গ ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর মায়ের ইন্তেকাল

আপলোড টাইম : ০৩:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর মা ফাতেমা ইব্রাহিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে, মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখা। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা যৌথভাবে এই বিবৃতি দেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, জন্ম যেমন সত্য, মৃত্যুও ঠিক তেমনি অবধারিত। তবুও মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর, আর তা যদি হয় মমতাময়ী মায়ের মৃত্যু, সে তো বিষাদের এক অতলান্ত সিন্ধু। মাতৃহারা প্রিয় অগ্রজকে সান্ত্বনা জানাবার ভাষা আমাদের জানা নেই। মহান আল্লাহ তাকে এই শোক সইবার শক্তি দিন। মরহুমার মতো এমন সরলমনা, ধার্মিক ও পরোপকারী মানবীর মৃত্যুতে পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীগণ শোকে শোকাভিভূত। আমরাও তার মৃত্যুতে গভীরভাবে শোক ভারাক্রান্ত।’ নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকবিহ্বল পরিবারবর্গ ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।