ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

বাম সংগঠনগুলোর ডাকা অর্ধদিবস হরতালের প্রভাব পড়েনি চুয়াডাঙ্গায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের প্রভাব পড়েনি চুয়াডাঙ্গায়। ফলে সকাল থেকেই সড়কে গণপরিবহনসহ সকল ধরণের যানবাহনের চলাচল ছিল স্বাভাবিক। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডাকে বাম গণতান্ত্রিক জোট। তবে হরতালের মধ্যেও চুয়াডাঙ্গায় যান চলাচল, ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের কার্যক্রম ছিল স্বাভাবিক।

হরতালে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ বাজার, কোর্ট মোড়, বড় বাজার, একাডেমি মোড়, রেল বাজার, টার্মিনালে ঘুরে অন্যান্য দিনের মতো স্বাভাবিক চিত্রই দেখা যায়। তবে নিরাপত্তার জন্য কয়েকটি স্থানে অল্প সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকলেও হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের কোনো নেতা-কর্মীকেই দেখা মেলেনি সড়কে।

এদিকে, চুয়াডাঙ্গার শাপলা পরিবহনের এক বাসচালক বলেন, ‘আজকে হরতাল কি না জানি না। এখন তো আর আগের মতো হরতাল হয় না। এছাড়া আমার পরিবার চালানোর জন্য আমাকেই কাজ করতে হয়। আমার কাজটা তো আর অন্য কেউ করে দেবে না।’ অপর এক চালক বলেন, এখন জিনিসপত্রের যে দাম, প্রতিদিন কাজ করেও সংসার চালানো যাচ্ছে না। তাই হরতাল দেখার সময় আর নেই।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে বাম গণতান্ত্রিক জোটের শাহবাগ মোড় থেকে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে যাওয়া বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। পরে সেখানে এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে গত বুধবার সকালে রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানায় বাম গণতান্ত্রিক জোট। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এই জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এসময় তিনি বলেন, সরকার দাবি বাস্তবায়ন না করলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বাম সংগঠনগুলোর ডাকা অর্ধদিবস হরতালের প্রভাব পড়েনি চুয়াডাঙ্গায়

আপলোড টাইম : ০৮:০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের প্রভাব পড়েনি চুয়াডাঙ্গায়। ফলে সকাল থেকেই সড়কে গণপরিবহনসহ সকল ধরণের যানবাহনের চলাচল ছিল স্বাভাবিক। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডাকে বাম গণতান্ত্রিক জোট। তবে হরতালের মধ্যেও চুয়াডাঙ্গায় যান চলাচল, ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের কার্যক্রম ছিল স্বাভাবিক।

হরতালে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ বাজার, কোর্ট মোড়, বড় বাজার, একাডেমি মোড়, রেল বাজার, টার্মিনালে ঘুরে অন্যান্য দিনের মতো স্বাভাবিক চিত্রই দেখা যায়। তবে নিরাপত্তার জন্য কয়েকটি স্থানে অল্প সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকলেও হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের কোনো নেতা-কর্মীকেই দেখা মেলেনি সড়কে।

এদিকে, চুয়াডাঙ্গার শাপলা পরিবহনের এক বাসচালক বলেন, ‘আজকে হরতাল কি না জানি না। এখন তো আর আগের মতো হরতাল হয় না। এছাড়া আমার পরিবার চালানোর জন্য আমাকেই কাজ করতে হয়। আমার কাজটা তো আর অন্য কেউ করে দেবে না।’ অপর এক চালক বলেন, এখন জিনিসপত্রের যে দাম, প্রতিদিন কাজ করেও সংসার চালানো যাচ্ছে না। তাই হরতাল দেখার সময় আর নেই।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে বাম গণতান্ত্রিক জোটের শাহবাগ মোড় থেকে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে যাওয়া বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। পরে সেখানে এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে গত বুধবার সকালে রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানায় বাম গণতান্ত্রিক জোট। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এই জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এসময় তিনি বলেন, সরকার দাবি বাস্তবায়ন না করলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।