ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: ‘মানবিক সহায়তা আরও বেশি মানুষের পৌঁছে দিতে এগিয়ে আসুন’ এ স্লোগানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভা ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান সঞ্চালনা করেন।

সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ডেলিগেট এবং সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আসাদুজ্জামান কবীর, জিল্লুর রহমান, বিলকিস জাহান, ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ, যুব প্রধান জাহাঙ্গীর আলম, উপ-যুবপ্রধান বিপ্লব হোসেন এবং হিসাবরক্ষক আকতার হোসেন উপস্থিত ছিলেন।

সভায় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালের আয়-ব্যয় অনুমোদন, চক্ষু হাসপাতালের অপারেশন ফি বৃদ্ধি, ইউনিটের ৩য় তলার জানালা ও দরজা লাগানো এবং সোসাইটির তহবিল সংগ্রহ মাস হিসেবে ইউনিট পর্যায়ে ১০০ টাকা পরিমাণ কুপন বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়া, ইউনিটের উন্নয়নে বেশকিছু গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রেডক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান বলেন, যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান মানবিক সহায়তা দিতে আগ্রহী, তারা বিকাশ অ্যাপের পেমেন্ট অপশনে গিয়ে কিউআর কোড স্ক্যান করে (বিকাশ ০১৮১১৪৫৮৫২১) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’কে মানবিক সহায়তা প্রদান করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, নির্ধারিত ১০০ টাকার কুপন সংগ্রহের মাধ্যমে সহায়তা করতে পারেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন

আপলোড টাইম : ০৯:১৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২

সমীকরণ প্রতিবেদন: ‘মানবিক সহায়তা আরও বেশি মানুষের পৌঁছে দিতে এগিয়ে আসুন’ এ স্লোগানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভা ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান সঞ্চালনা করেন।

সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ডেলিগেট এবং সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আসাদুজ্জামান কবীর, জিল্লুর রহমান, বিলকিস জাহান, ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ, যুব প্রধান জাহাঙ্গীর আলম, উপ-যুবপ্রধান বিপ্লব হোসেন এবং হিসাবরক্ষক আকতার হোসেন উপস্থিত ছিলেন।

সভায় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালের আয়-ব্যয় অনুমোদন, চক্ষু হাসপাতালের অপারেশন ফি বৃদ্ধি, ইউনিটের ৩য় তলার জানালা ও দরজা লাগানো এবং সোসাইটির তহবিল সংগ্রহ মাস হিসেবে ইউনিট পর্যায়ে ১০০ টাকা পরিমাণ কুপন বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়া, ইউনিটের উন্নয়নে বেশকিছু গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রেডক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান বলেন, যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান মানবিক সহায়তা দিতে আগ্রহী, তারা বিকাশ অ্যাপের পেমেন্ট অপশনে গিয়ে কিউআর কোড স্ক্যান করে (বিকাশ ০১৮১১৪৫৮৫২১) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’কে মানবিক সহায়তা প্রদান করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, নির্ধারিত ১০০ টাকার কুপন সংগ্রহের মাধ্যমে সহায়তা করতে পারেন।