ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

প্রায় ৩২ লাখ টাকার সোনার গহনা উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:১৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের জোড়া ব্রীজ নামক স্থান থেকে ৪২ ভরি উন্নতমানের সোনার গহনা আটক করেছে ৬ বিজিবির সদস্যরা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সীমান্তবর্তী নাস্তিপুর গ্রাম থেকে মালিকবিহীন অবস্থায় সোনার গহনাগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গার ৬ বিজিবি’র পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান, পিবিজিএম, পিএসসি গতকাল শনিবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গতকাল শনিবার বেলা ১১টার দিকে তার সার্বিক তত্বাবধানে বাড়াদি বিওপির কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নাস্তিপুর সীমান্তের মেইন পিলারের ৮০ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে নাস্তিপুর জোড়া ব্রীজ এলাকা থেকে ৪৯৫ গ্রাম (৪২.৪৪ভরি) ওজনের উন্নতমানের সোনার গহনা আটক করে। উদ্ধারকৃত সোনার গহনার আনুমানিক মূল্য ৩১ লক্ষ ৮৩ হাজার টাকা। এ ঘটনায় বাড়াদি বিওপির কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া সোনার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হবে বলেও বিজিরি পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

প্রায় ৩২ লাখ টাকার সোনার গহনা উদ্ধার

আপলোড টাইম : ০২:১৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের জোড়া ব্রীজ নামক স্থান থেকে ৪২ ভরি উন্নতমানের সোনার গহনা আটক করেছে ৬ বিজিবির সদস্যরা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সীমান্তবর্তী নাস্তিপুর গ্রাম থেকে মালিকবিহীন অবস্থায় সোনার গহনাগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গার ৬ বিজিবি’র পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান, পিবিজিএম, পিএসসি গতকাল শনিবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গতকাল শনিবার বেলা ১১টার দিকে তার সার্বিক তত্বাবধানে বাড়াদি বিওপির কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নাস্তিপুর সীমান্তের মেইন পিলারের ৮০ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে নাস্তিপুর জোড়া ব্রীজ এলাকা থেকে ৪৯৫ গ্রাম (৪২.৪৪ভরি) ওজনের উন্নতমানের সোনার গহনা আটক করে। উদ্ধারকৃত সোনার গহনার আনুমানিক মূল্য ৩১ লক্ষ ৮৩ হাজার টাকা। এ ঘটনায় বাড়াদি বিওপির কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া সোনার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হবে বলেও বিজিরি পক্ষ থেকে জানানো হয়েছে।