ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার তাগিদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা দপ্তর ভবনের নির্মাণকাজ পুনরায় দ্রুত সময়ে শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেছেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম আরো গতিশীল করতে সংশ্লিষ্টদের আরো আন্তরিক হওয়া প্রয়োজন। জেলায় প্রস‚তি মাতৃমৃত্যুর হার শূন্য রেখে সেবার মান শতভাগ নিশ্চিত করতে শূন্য পদসম‚হে লোকবল নিয়োগ দরকার। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পুনরায় দৃষ্টি আকর্ষণে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক এবিএম শরিফুল হক। জেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমের হালচিত্র পরিসংখ্যান আকারে উপস্থাপন করেন এমসি এসিএইচ পিপি ডা. বেলাল উদ্দীন। সভায় পাবলিক হেল্থ প্রকৌশলী চুয়াডাঙ্গার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। সভার সভাপতি জেলা প্রশাসক দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তগণসহ চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতালের পুরাতন ভবন অপসারণ করে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নির্মাণকাজ শুরু হলেও ২০১৮ সালে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তা বন্ধ হয়ে যায়। পরে ওই অবকাঠামো নির্মাণের লক্ষে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সময়ে পুনরায় নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে পাবলিক হেলথ প্রকৌশল বিভাগের তরফে গতকালের সভায় অবহিত করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার তাগিদ

আপলোড টাইম : ০৪:১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা দপ্তর ভবনের নির্মাণকাজ পুনরায় দ্রুত সময়ে শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেছেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম আরো গতিশীল করতে সংশ্লিষ্টদের আরো আন্তরিক হওয়া প্রয়োজন। জেলায় প্রস‚তি মাতৃমৃত্যুর হার শূন্য রেখে সেবার মান শতভাগ নিশ্চিত করতে শূন্য পদসম‚হে লোকবল নিয়োগ দরকার। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পুনরায় দৃষ্টি আকর্ষণে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক এবিএম শরিফুল হক। জেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমের হালচিত্র পরিসংখ্যান আকারে উপস্থাপন করেন এমসি এসিএইচ পিপি ডা. বেলাল উদ্দীন। সভায় পাবলিক হেল্থ প্রকৌশলী চুয়াডাঙ্গার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। সভার সভাপতি জেলা প্রশাসক দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তগণসহ চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতালের পুরাতন ভবন অপসারণ করে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নির্মাণকাজ শুরু হলেও ২০১৮ সালে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তা বন্ধ হয়ে যায়। পরে ওই অবকাঠামো নির্মাণের লক্ষে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সময়ে পুনরায় নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে পাবলিক হেলথ প্রকৌশল বিভাগের তরফে গতকালের সভায় অবহিত করা হয়।