ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

প্রধান শিক্ষকের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ২৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর ডিজিএম শান্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মো. আলাউদ্দিন শিক্ষকতা পেশায় দীর্ঘ ৩৭ বছরের চাকরি শেষে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) এ গেছেন। এ উপলক্ষে বিদ্যালয়ের অভিভাবকসহ এলাকাবাসীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় চত্বরে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের বর্তমান, সাবেক ও প্রাক্তণ সহকর্মী শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে শ্রদ্ধা ও ভালবাসায় তাঁদের প্রিয় শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
স্কুলছাত্র আবু বকরের পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মো. আলাউদ্দিনের প্রাক্তণ ছাত্র মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংবর্ধিত অতিথি মো. আলাউদ্দিন কেঁদে ফেলেন। তিনি বলেন, ৩৭ বছরের চাকরি জীবনের প্রায় পুরো সময় অর্থাৎ ৩৫ বছরই কেটেছে এই বিদ্যালয়ে। সেবার মানসিকতা নিয়ে পিছিয়ে পড়া এই এলাকায় প্রায় প্রতিটি বাড়িতে ন্যূনতম একজন সদস্য এসএসসি পাস করানোর বিষয়টি নিশ্চিত করেছেন। নারী শিক্ষার উন্নয়নে নিজ খরচে বই, খাতা, কলম এমনকি অনেককেই পরীক্ষার ফিসের টাকা নিজ পকেট থেকে দিয়েছেন। অবসরে গেলেও অন্তর পড়ে থাকবে এই বিদ্যালয় প্রাঙ্গণে। এই বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন করতে আগামীতেও ভূমিকা রাখবেন। টাকার অভাবে যাতে একটি শিক্ষার্থীরও পড়াশেনা থেমে না যায়, সে বিষয়ে ভূমিকা রাখবেন।
নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জুড়ানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদত হোসেন, কলাবাড়ি-রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ইউপি সদস্য নজরুল ইসলাম, অভিভাবক গোপালপুর গ্রামের টুকু মিয়া, আব্দুর রহিম, নাসরিন আক্তার, প্রাক্তণ ছাত্র তারিকুল ইসলাম ও স্কুলের বর্তমান ছাত্র চতুর্থ শ্রেণির নাফিউ হাসান বক্তব্য রাখে। মানপত্র পাঠ করে রাফিয়া আক্তার। বক্তারা, মো. আলাউদ্দিনের কর্মকালীন সময়ে লেখাপড়া ও সমাজ উন্নয়নে ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং তাঁর অবসরকালীন সময় সুস্থতা কামনা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

প্রধান শিক্ষকের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

আপলোড টাইম : ০৮:০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর ডিজিএম শান্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মো. আলাউদ্দিন শিক্ষকতা পেশায় দীর্ঘ ৩৭ বছরের চাকরি শেষে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) এ গেছেন। এ উপলক্ষে বিদ্যালয়ের অভিভাবকসহ এলাকাবাসীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় চত্বরে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের বর্তমান, সাবেক ও প্রাক্তণ সহকর্মী শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে শ্রদ্ধা ও ভালবাসায় তাঁদের প্রিয় শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
স্কুলছাত্র আবু বকরের পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মো. আলাউদ্দিনের প্রাক্তণ ছাত্র মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংবর্ধিত অতিথি মো. আলাউদ্দিন কেঁদে ফেলেন। তিনি বলেন, ৩৭ বছরের চাকরি জীবনের প্রায় পুরো সময় অর্থাৎ ৩৫ বছরই কেটেছে এই বিদ্যালয়ে। সেবার মানসিকতা নিয়ে পিছিয়ে পড়া এই এলাকায় প্রায় প্রতিটি বাড়িতে ন্যূনতম একজন সদস্য এসএসসি পাস করানোর বিষয়টি নিশ্চিত করেছেন। নারী শিক্ষার উন্নয়নে নিজ খরচে বই, খাতা, কলম এমনকি অনেককেই পরীক্ষার ফিসের টাকা নিজ পকেট থেকে দিয়েছেন। অবসরে গেলেও অন্তর পড়ে থাকবে এই বিদ্যালয় প্রাঙ্গণে। এই বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন করতে আগামীতেও ভূমিকা রাখবেন। টাকার অভাবে যাতে একটি শিক্ষার্থীরও পড়াশেনা থেমে না যায়, সে বিষয়ে ভূমিকা রাখবেন।
নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জুড়ানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদত হোসেন, কলাবাড়ি-রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ইউপি সদস্য নজরুল ইসলাম, অভিভাবক গোপালপুর গ্রামের টুকু মিয়া, আব্দুর রহিম, নাসরিন আক্তার, প্রাক্তণ ছাত্র তারিকুল ইসলাম ও স্কুলের বর্তমান ছাত্র চতুর্থ শ্রেণির নাফিউ হাসান বক্তব্য রাখে। মানপত্র পাঠ করে রাফিয়া আক্তার। বক্তারা, মো. আলাউদ্দিনের কর্মকালীন সময়ে লেখাপড়া ও সমাজ উন্নয়নে ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং তাঁর অবসরকালীন সময় সুস্থতা কামনা করেন।