ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

পরীক্ষা শেষে ফাইল হাতেই জীবনের প্রথম ভোট দিলেন অন্যন্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

মেহেরাব্বিন সানভী:

পরীক্ষা শেষ করে কেন্দ্রে এসে ফাইল হাতেই জীবনের প্রথম ভোট দিলেন অনন্যা আফরিন হাসি নামের এক কলেজ শিক্ষার্থী। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী তিনি। পরীক্ষা শেষ করেই গতকাল সোমবার এই শিক্ষার্থী আসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোট শলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে।

ভোট দেওয়ার পর তাঁর জীবনের প্রথম ভোট দেওয়ার অনুভূতি জানিয়ে অনন্যা বলেন, ‘এবারই আমি প্রথম ভোট দিয়েছি। যদিও আজকে আমার শেষ বর্ষের পরীক্ষা ছিল। দুপুর একটায় আমার পরীক্ষা শেষ হয়েছে। আমার পরীক্ষা ছিল চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে। পরীক্ষা শেষ করে আমার গ্রামে ফিরতে ২টা বেজে গেছে। যে কারণে পরীক্ষা দিয়ে সরাসরি ভোটকেন্দ্র এসে আমার ভোটটি দিলাম।’

জীবনের প্রথম ভোট দেওয়ার অনুভূতি কেমন লেগেছে জানতে চাইলে নতুন ভোটার অনন্যা আরও বলেন, ‘এটা খুবই দারুণ অনুভূতি। প্রায় এক যুগ পর আমাদের এই ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হলো। যদিও চুয়াডাঙ্গায় এর আগের ভোটে ভোট চুরিসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখানে এত সুন্দরভাবে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির কারণে কোনো আপত্তিকর ঘটনা ঘটার সম্ভাবনা না থাকায় জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগটি হারাতে চাইনি। ভোট দিতে পেরে আমি ভীষণ খুশি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পরীক্ষা শেষে ফাইল হাতেই জীবনের প্রথম ভোট দিলেন অন্যন্যা

আপলোড টাইম : ১০:১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২

মেহেরাব্বিন সানভী:

পরীক্ষা শেষ করে কেন্দ্রে এসে ফাইল হাতেই জীবনের প্রথম ভোট দিলেন অনন্যা আফরিন হাসি নামের এক কলেজ শিক্ষার্থী। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী তিনি। পরীক্ষা শেষ করেই গতকাল সোমবার এই শিক্ষার্থী আসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোট শলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে।

ভোট দেওয়ার পর তাঁর জীবনের প্রথম ভোট দেওয়ার অনুভূতি জানিয়ে অনন্যা বলেন, ‘এবারই আমি প্রথম ভোট দিয়েছি। যদিও আজকে আমার শেষ বর্ষের পরীক্ষা ছিল। দুপুর একটায় আমার পরীক্ষা শেষ হয়েছে। আমার পরীক্ষা ছিল চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে। পরীক্ষা শেষ করে আমার গ্রামে ফিরতে ২টা বেজে গেছে। যে কারণে পরীক্ষা দিয়ে সরাসরি ভোটকেন্দ্র এসে আমার ভোটটি দিলাম।’

জীবনের প্রথম ভোট দেওয়ার অনুভূতি কেমন লেগেছে জানতে চাইলে নতুন ভোটার অনন্যা আরও বলেন, ‘এটা খুবই দারুণ অনুভূতি। প্রায় এক যুগ পর আমাদের এই ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হলো। যদিও চুয়াডাঙ্গায় এর আগের ভোটে ভোট চুরিসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখানে এত সুন্দরভাবে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির কারণে কোনো আপত্তিকর ঘটনা ঘটার সম্ভাবনা না থাকায় জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগটি হারাতে চাইনি। ভোট দিতে পেরে আমি ভীষণ খুশি।’