ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন ছয় প্রার্থী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / ২০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্পাসডাঙ্গা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ৬ প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে সঠিক ভোটার তালিকা করে নতুন করে তফশিল ঘোষণা করে নির্বাচন করার দাবি জানিয়েছেন। দাবি না মেনে অনিয়ম করে নির্বাচন করার চেষ্টা করা হলে, আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তারা।
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্পাসডাঙ্গা শাখার ত্রিবার্ষিক নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয় গতকাল রোববার। মনোনয়ন ফর্ম উত্তোলন করতে যান সংগঠনটির সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি পদপ্রার্থী আ. হাই, সহসভাপতি পদপ্রার্থী শহিদুল ইসলাম শহিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আ. সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী রফিকুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক ও প্রচার সম্পাদক পদপ্রার্থী হায়দার আলী ও কোষাধ্যক্ষ পদপ্রার্থী হাফিজুর রহমান।

এসময় তারা নির্বাচন কমিশনের কাছে জানতে চান কেন অনিয়ম করে ভোটার সংখ্যা বাড়ানো হয়েছে। তাদের দাবি, যাদের ভোটার করার কথা না, তাদেরও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসময় জানানো হয়, আগামী ৮ তারিখ পর্যন্ত আরও ভোটার বাড়তে পারে। তারা এ কথা শোনার পর মনোনয়ন ফর্ম না কিনে ভোট বর্জনের ঘোষণা দেন। ভোট বর্জনকারী প্রার্থীরা বলেন, বাংলাদেশের ইতিহাসে আর কোনো নির্বাচনে এমন ভোটার তালিকা হয় কিনা জানা নেই। মনোনয়ন ফর্ম বিক্রি, যাচাই-বাছাই শেষ করার পর চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। এটা একটা বড় অনিয়ম। এখানে স্বজনপ্রীতি করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে একটি পক্ষকে জেতানোর জন্য এ রকম করা হচ্ছে। তাই ভোট বর্জন করেছি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কার্পাসডাঙ্গা শাখার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রিপন মন্ডল বলেন, ‘আমরা রোববার মনোনয়ন ফর্ম বিক্রি করেছি। সোমবার মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে। ১৩ জন মনোনয়ন ফর্ম কিনেছেন। কে কোন পদে জমা দেবেন, তা দেখা পর যারা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হবেন, তাদের নির্বাচিত ঘোষণা করা হবে। আর যে পদে একাধিক প্রার্থী থাকবে, সে পদে ভোট গ্রহণ করা হবে।’ তিনি আরও বলেন, এখনো চূড়ান্ত ভোটার তালিকা হয়নি। খসড়া দেওয়া হয়েছে। যদি কেউ বাদ পড়ে তিনি প্রয়োজনীয় কাগজ দাখিল করে আবেদন করলে আমরা ৮ তারিখ পর্যন্ত তাদের সংযুক্ত করবো। আর যদি কেউ আবেদন না করে তবে খসড়া তালিকায় পরবর্তীতে চূড়ান্ত তালিকা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন ছয় প্রার্থী

আপলোড টাইম : ০৯:৫৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্পাসডাঙ্গা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ৬ প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে সঠিক ভোটার তালিকা করে নতুন করে তফশিল ঘোষণা করে নির্বাচন করার দাবি জানিয়েছেন। দাবি না মেনে অনিয়ম করে নির্বাচন করার চেষ্টা করা হলে, আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তারা।
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্পাসডাঙ্গা শাখার ত্রিবার্ষিক নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয় গতকাল রোববার। মনোনয়ন ফর্ম উত্তোলন করতে যান সংগঠনটির সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি পদপ্রার্থী আ. হাই, সহসভাপতি পদপ্রার্থী শহিদুল ইসলাম শহিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আ. সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী রফিকুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক ও প্রচার সম্পাদক পদপ্রার্থী হায়দার আলী ও কোষাধ্যক্ষ পদপ্রার্থী হাফিজুর রহমান।

এসময় তারা নির্বাচন কমিশনের কাছে জানতে চান কেন অনিয়ম করে ভোটার সংখ্যা বাড়ানো হয়েছে। তাদের দাবি, যাদের ভোটার করার কথা না, তাদেরও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসময় জানানো হয়, আগামী ৮ তারিখ পর্যন্ত আরও ভোটার বাড়তে পারে। তারা এ কথা শোনার পর মনোনয়ন ফর্ম না কিনে ভোট বর্জনের ঘোষণা দেন। ভোট বর্জনকারী প্রার্থীরা বলেন, বাংলাদেশের ইতিহাসে আর কোনো নির্বাচনে এমন ভোটার তালিকা হয় কিনা জানা নেই। মনোনয়ন ফর্ম বিক্রি, যাচাই-বাছাই শেষ করার পর চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। এটা একটা বড় অনিয়ম। এখানে স্বজনপ্রীতি করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে একটি পক্ষকে জেতানোর জন্য এ রকম করা হচ্ছে। তাই ভোট বর্জন করেছি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কার্পাসডাঙ্গা শাখার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রিপন মন্ডল বলেন, ‘আমরা রোববার মনোনয়ন ফর্ম বিক্রি করেছি। সোমবার মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে। ১৩ জন মনোনয়ন ফর্ম কিনেছেন। কে কোন পদে জমা দেবেন, তা দেখা পর যারা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হবেন, তাদের নির্বাচিত ঘোষণা করা হবে। আর যে পদে একাধিক প্রার্থী থাকবে, সে পদে ভোট গ্রহণ করা হবে।’ তিনি আরও বলেন, এখনো চূড়ান্ত ভোটার তালিকা হয়নি। খসড়া দেওয়া হয়েছে। যদি কেউ বাদ পড়ে তিনি প্রয়োজনীয় কাগজ দাখিল করে আবেদন করলে আমরা ৮ তারিখ পর্যন্ত তাদের সংযুক্ত করবো। আর যদি কেউ আবেদন না করে তবে খসড়া তালিকায় পরবর্তীতে চূড়ান্ত তালিকা হবে।’