ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
  • / ৩৪ বার পড়া হয়েছে

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা:

জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আনন্দ-উল্লাসে ও নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়াশার বুক চিরে সংগঠনটির চুয়াডাঙ্গাস্থ নিজস্ব দলীয় কার্যালের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা (ছাত্রলীগের পতাকা) উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিন-পশ্চিম রণাঙ্গনের সংগ্রামী জননেতা চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোর্য়াদ্দার ছেলুন। ছাত্রলীগের পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহায়মেন হাসান জোর্য়াদ্দার অনিক। এছাড়া বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগের শত শত নেতা-কর্মীদের সমন্বয়ে ব্যান্ড দলের বাদ্যযন্ত্রের তালে তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবরী রোডস্থ জেলা আওয়ামী লীগের পুরাতন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোর্য়াদ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের আরও আদর্শবান হতে হবে। তোমাদের আদর্শ দেখে অন্যরা আদর্শবান হবে। মনে রাখবা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও দেশের বাইরে বিশ্ব নেতারা এমনকি বঙ্গবন্ধুর প্রতিপক্ষ রাজনীতিবিদরাও তাঁকে ভালোবেসেছেন, দিয়েছেন বঙ্গবন্ধু উপাধী।’

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুসহ জেলা ছাত্রলীগের নেতাগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা ছাত্রলীগের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোর্য়াদ্দার ছেলুন। তিনি কেক কেটে জেলা ছাত্রলীগের সভাপতি মোহায়মেন হাসান জোর্য়াদ্দার অনিকের মুখে তুলে দেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, নির্বাহ সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, জেলা কৃষক লীগের সহসভাপতি তৌহিদুর রহমান চন্দন, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, সাবেক সভাপতি আব্দুর রশীদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক জিএস রাশেদুজ্জামান বাকি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাহাবুল  হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোর্য়াদ্দার, সাবেক অর্থ সম্পাদক রিমন, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মেহেদী হাসান হিমেলসহ জেলার শত শত ছাত্রলীগ নেতা-কর্মী।

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শোয়েব স্বাধীন, প্রান্ত জোর্য়াদ্দার, মিঠুন আলী, তানভীর আহমেদ সোহেল, রাজু আহম্মেদ, শোয়েব রিগান, মুন্না আজম, রানা, রাজা, রকি ফিরোজ, টোকন, অয়ন জোর্য়াদ্দার, শরাফাত, আসিফ, আফ্রিদি শাকিল, রিঙ্কু, দিপু, আকিব হাসান, রাজ, মানিক প্রমুখ। সব শেষে দেশের উন্নয়ন অগ্রগতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে, চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে জেলা ছাত্রলীগ। সকাল ৭টায় চুয়াডাঙ্গা আদর্শ স্কুল মাঠ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি, বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, এরপর দুপুর ১২টায় হাদিয়াতুল ইসলামীয়া ফাজিল মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানা জাফরপুরে ছাত্রলীগের যে সকল নেতা-কর্মী শহীদ হয়েছেন এবং স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, তাদের স্মরণে দোয়া মাহফিল, দুপুর ১টায় দৌলাতদিয়াড় টেকনিক্যাল স্কুলের পাশে অসহায় পথশিশুদের মাঝে এক বেলা আহার, বিকেল চারটায় রুপসা সিনেমা হল থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মধ্যদিয়ে আনন্দ শোভাযাত্রা ও পুরাতন সাহিত্য পরিষদে আলোচনা সভা করা হয়। আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু ও সভাপতি পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ। দিনব্যাপী এ কর্মসূচির নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী এমদাদুল হক সজল এবং ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম নিপ্পন।

অপর দিকে, চুয়াডাঙ্গায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। চুয়াডাঙ্গা মোহাম্মদী শপিং কমপ্লেক্সে সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও বিকেল চারটায় আনন্দ শোভাযাত্রা করেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে জেলা যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। জেলা ছাত্রলীগের সাবেক উপ-গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে সংগঠনটির পথচলা শুরু হয়। সেই থেকে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানসহ দিকনির্দেশনা দিয়ে আসছে ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠনটি। প্রতিষ্ঠাকালে সংগঠনটির নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’। পাকিস্তান আমলে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। স্বাধীনতার পর নাম হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ আর নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবলীগ সদস্য সাজ্জাদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, সাবেক ছাত্রলীগ নেতা খালিদ মণ্ডল, ছাত্রলীগ নেতা ইমাদ ওয়াসিম, মৃদুল ইসলাম সৌরভ, শাকিল প্রমুখ।

শেখ রাসেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাওন রেজা কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ শাহী, পিরু মিয়া, মাসুদুর রহমান মাসুম, রামীম হোসেন সৈকত, সামিউল শেখ সুইট, শেখ রাসেল, সিয়াদ প্রমুখ। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টায় শহরে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেদারগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য অধ্যক্ষ মহাবুল ইসলাম সেলিম, জেলা যুবলীগের সদস্য অ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য শরীফ হোসেন দুদু, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুস সামাদ ও স্বেচ্ছাসেবক লীগ সদস্য খাইরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আব্দুল হান্নান, সাঈদ, রানা, রতন, রাশেদুল, ফেরদৌস ওয়াহিদ হৃদয়, মুজাহিদ, উজ্জ্বল তরফদার, তুহিন, জেলা ছাত্রলীগ নেতা ফিরোজ আলম, আব্দুল খালেক, উজ্জ্বল, সজল খান, ইমরোজ হাসান, খোকন আলী, সুজন, রুসার, কানন আহম্মেদ, সানজিদ আহম্মেদ, সাজিদ হাসান রাজন, রিদয়, সাফফাতুল ইসলাম, ফরহাদ ওয়াহিদ শীতল, আরেফিন শুভ, সংগ্রাম, শুভ (ছোট), সোহানুর সোহান, সাজিদ, রনি, হিমেল, মুন্না, আব্দুল্লাহ মণ্ডল, মানিক মিয়া, মিরাজ, কাজল, ইসমাইল, রকিবুল, প্লাবন, সনি, তুষার ইমরান, শোভন, ছাব্বির, রহমতুল্লাহ, মনি ও রাজু।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। গতকাল মঙ্গলবার সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে নেতৃবৃন্দ। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক পৌর সভাপতি আবু মুসা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকট সালমুন আহম্মেদ ডন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা শাহিন, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামানঙ হাসান, নাহিদ হাসান তমাল, আব্দুল্লাহ আল হোসাইন বাদসা, সাকিব, রকি, অটাল, ইছানুর প্রমুখ। এছাড়াও বিকেলে দলীয় অফিসে আলোচনা সভা ও কেক কাটা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট সালমুন আহম্মেদ ডনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক পৌর সভাপতি আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদুল ইসলাম স্বপন, সাবেক ছাত্রলীগ নেতা জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা শাহিন, পৌর ছাত্রলীগ সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক প্রমুখ। ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান হাসানের উপস্থাপনায় বক্তব্য দেন ছাত্রলীগ নেতা আব্দুলল্লাহ আল হোসাইন বাদসা, রকি, সাকিব অটাল, সৈকত খন্দকার প্রমুখ।

দামুড়হুদা:

দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের উদ্যেগে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা অডিটরিয়ামে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিশান তরফদারসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু।

আন্দুলবাড়ীয়া:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম নাসিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু।

বিশেষ অতিথি ছিলেন আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা কবির হোসেন, ছাত্রলীগ নেতা আলিউল ইসলাম আবির, বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মঞ্চের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেতু প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোল্লা হাচিবুর রহমান নিহান। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন হযরত মাওলানা মামুন হুসাইন। অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

গাংনী:

মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ড শহিদ রেজাউল চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেণ্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল। বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি পরিচালনা করেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক।

এর আগে বাংলাদেশ ছাত্রলীগ গাংনী উপজেলা শাখার আয়োজনে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে  গাংনী উপজেলা পরিষদ হয়ে গাংনী বাসস্ট্যান্ড শহিদ রেজাউল চত্বরে গিয়ে শেষ হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড টাইম : ১০:৫৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা:

জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আনন্দ-উল্লাসে ও নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়াশার বুক চিরে সংগঠনটির চুয়াডাঙ্গাস্থ নিজস্ব দলীয় কার্যালের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা (ছাত্রলীগের পতাকা) উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিন-পশ্চিম রণাঙ্গনের সংগ্রামী জননেতা চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোর্য়াদ্দার ছেলুন। ছাত্রলীগের পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহায়মেন হাসান জোর্য়াদ্দার অনিক। এছাড়া বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগের শত শত নেতা-কর্মীদের সমন্বয়ে ব্যান্ড দলের বাদ্যযন্ত্রের তালে তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবরী রোডস্থ জেলা আওয়ামী লীগের পুরাতন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোর্য়াদ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের আরও আদর্শবান হতে হবে। তোমাদের আদর্শ দেখে অন্যরা আদর্শবান হবে। মনে রাখবা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও দেশের বাইরে বিশ্ব নেতারা এমনকি বঙ্গবন্ধুর প্রতিপক্ষ রাজনীতিবিদরাও তাঁকে ভালোবেসেছেন, দিয়েছেন বঙ্গবন্ধু উপাধী।’

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুসহ জেলা ছাত্রলীগের নেতাগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা ছাত্রলীগের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোর্য়াদ্দার ছেলুন। তিনি কেক কেটে জেলা ছাত্রলীগের সভাপতি মোহায়মেন হাসান জোর্য়াদ্দার অনিকের মুখে তুলে দেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, নির্বাহ সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, জেলা কৃষক লীগের সহসভাপতি তৌহিদুর রহমান চন্দন, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, সাবেক সভাপতি আব্দুর রশীদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক জিএস রাশেদুজ্জামান বাকি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাহাবুল  হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোর্য়াদ্দার, সাবেক অর্থ সম্পাদক রিমন, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মেহেদী হাসান হিমেলসহ জেলার শত শত ছাত্রলীগ নেতা-কর্মী।

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শোয়েব স্বাধীন, প্রান্ত জোর্য়াদ্দার, মিঠুন আলী, তানভীর আহমেদ সোহেল, রাজু আহম্মেদ, শোয়েব রিগান, মুন্না আজম, রানা, রাজা, রকি ফিরোজ, টোকন, অয়ন জোর্য়াদ্দার, শরাফাত, আসিফ, আফ্রিদি শাকিল, রিঙ্কু, দিপু, আকিব হাসান, রাজ, মানিক প্রমুখ। সব শেষে দেশের উন্নয়ন অগ্রগতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে, চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে জেলা ছাত্রলীগ। সকাল ৭টায় চুয়াডাঙ্গা আদর্শ স্কুল মাঠ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি, বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, এরপর দুপুর ১২টায় হাদিয়াতুল ইসলামীয়া ফাজিল মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানা জাফরপুরে ছাত্রলীগের যে সকল নেতা-কর্মী শহীদ হয়েছেন এবং স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, তাদের স্মরণে দোয়া মাহফিল, দুপুর ১টায় দৌলাতদিয়াড় টেকনিক্যাল স্কুলের পাশে অসহায় পথশিশুদের মাঝে এক বেলা আহার, বিকেল চারটায় রুপসা সিনেমা হল থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মধ্যদিয়ে আনন্দ শোভাযাত্রা ও পুরাতন সাহিত্য পরিষদে আলোচনা সভা করা হয়। আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু ও সভাপতি পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ। দিনব্যাপী এ কর্মসূচির নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী এমদাদুল হক সজল এবং ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম নিপ্পন।

অপর দিকে, চুয়াডাঙ্গায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। চুয়াডাঙ্গা মোহাম্মদী শপিং কমপ্লেক্সে সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও বিকেল চারটায় আনন্দ শোভাযাত্রা করেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে জেলা যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। জেলা ছাত্রলীগের সাবেক উপ-গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে সংগঠনটির পথচলা শুরু হয়। সেই থেকে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানসহ দিকনির্দেশনা দিয়ে আসছে ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠনটি। প্রতিষ্ঠাকালে সংগঠনটির নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’। পাকিস্তান আমলে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। স্বাধীনতার পর নাম হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ আর নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবলীগ সদস্য সাজ্জাদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, সাবেক ছাত্রলীগ নেতা খালিদ মণ্ডল, ছাত্রলীগ নেতা ইমাদ ওয়াসিম, মৃদুল ইসলাম সৌরভ, শাকিল প্রমুখ।

শেখ রাসেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাওন রেজা কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ শাহী, পিরু মিয়া, মাসুদুর রহমান মাসুম, রামীম হোসেন সৈকত, সামিউল শেখ সুইট, শেখ রাসেল, সিয়াদ প্রমুখ। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টায় শহরে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেদারগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য অধ্যক্ষ মহাবুল ইসলাম সেলিম, জেলা যুবলীগের সদস্য অ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য শরীফ হোসেন দুদু, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুস সামাদ ও স্বেচ্ছাসেবক লীগ সদস্য খাইরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আব্দুল হান্নান, সাঈদ, রানা, রতন, রাশেদুল, ফেরদৌস ওয়াহিদ হৃদয়, মুজাহিদ, উজ্জ্বল তরফদার, তুহিন, জেলা ছাত্রলীগ নেতা ফিরোজ আলম, আব্দুল খালেক, উজ্জ্বল, সজল খান, ইমরোজ হাসান, খোকন আলী, সুজন, রুসার, কানন আহম্মেদ, সানজিদ আহম্মেদ, সাজিদ হাসান রাজন, রিদয়, সাফফাতুল ইসলাম, ফরহাদ ওয়াহিদ শীতল, আরেফিন শুভ, সংগ্রাম, শুভ (ছোট), সোহানুর সোহান, সাজিদ, রনি, হিমেল, মুন্না, আব্দুল্লাহ মণ্ডল, মানিক মিয়া, মিরাজ, কাজল, ইসমাইল, রকিবুল, প্লাবন, সনি, তুষার ইমরান, শোভন, ছাব্বির, রহমতুল্লাহ, মনি ও রাজু।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। গতকাল মঙ্গলবার সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে নেতৃবৃন্দ। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক পৌর সভাপতি আবু মুসা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকট সালমুন আহম্মেদ ডন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা শাহিন, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামানঙ হাসান, নাহিদ হাসান তমাল, আব্দুল্লাহ আল হোসাইন বাদসা, সাকিব, রকি, অটাল, ইছানুর প্রমুখ। এছাড়াও বিকেলে দলীয় অফিসে আলোচনা সভা ও কেক কাটা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট সালমুন আহম্মেদ ডনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক পৌর সভাপতি আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদুল ইসলাম স্বপন, সাবেক ছাত্রলীগ নেতা জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা শাহিন, পৌর ছাত্রলীগ সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক প্রমুখ। ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান হাসানের উপস্থাপনায় বক্তব্য দেন ছাত্রলীগ নেতা আব্দুলল্লাহ আল হোসাইন বাদসা, রকি, সাকিব অটাল, সৈকত খন্দকার প্রমুখ।

দামুড়হুদা:

দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের উদ্যেগে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা অডিটরিয়ামে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিশান তরফদারসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু।

আন্দুলবাড়ীয়া:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম নাসিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু।

বিশেষ অতিথি ছিলেন আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা কবির হোসেন, ছাত্রলীগ নেতা আলিউল ইসলাম আবির, বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মঞ্চের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেতু প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোল্লা হাচিবুর রহমান নিহান। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন হযরত মাওলানা মামুন হুসাইন। অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

গাংনী:

মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ড শহিদ রেজাউল চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেণ্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল। বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি পরিচালনা করেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক।

এর আগে বাংলাদেশ ছাত্রলীগ গাংনী উপজেলা শাখার আয়োজনে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে  গাংনী উপজেলা পরিষদ হয়ে গাংনী বাসস্ট্যান্ড শহিদ রেজাউল চত্বরে গিয়ে শেষ হয়।