ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

নাটুদহে সবজি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গেল উল্টে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:২১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • / ৪১ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কুড়ুলগাছি:
দামুড়হুদার নাটুদহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামে সবজি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে একটি চায়ের দোকান ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর বাজার থেকে সবজি বোঝাই একটি ট্রাক ছেড়ে যাওয়ার সময় নাটুদহ ইউনিয়নের বোয়ালমারী মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কামরুলের চায়ের দোকানের সামনে উল্টে পড়ে যায়। এসময় ট্রাকের ধাক্কায় চায়ের দোকান ভেঙে গুড়িয়ে যায়। তখন ট্রাকের চালক ও হেলপার গাড়িতে ছিলেন। ঘটনার পর তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে কামরুল বলেন, আমি দোকান খুলে রেখে সাইডে ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আমার দোকানের সামনে উল্টে যায়। এসময় ট্রাকের ধাক্কায় আমার দোকানটি ভেঙে গুড়িয়ে যায় এবং দোকানে থাকা একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি, একটি বাইসাইকেলসহ দোকানের যাবতীয় মালামাল নষ্ট হয়ে যায়। এতে আমার অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

চারুলিয়া ক্যাম্পের এসআই নওশাদ আলী বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। সবজি ভর্তি একটি ট্রাক মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ট্রাকের ধাক্কায় একটি চায়ের দোকান ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নাটুদহে সবজি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গেল উল্টে

আপলোড টাইম : ১২:২১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

প্রতিবেদক, কুড়ুলগাছি:
দামুড়হুদার নাটুদহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামে সবজি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে একটি চায়ের দোকান ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর বাজার থেকে সবজি বোঝাই একটি ট্রাক ছেড়ে যাওয়ার সময় নাটুদহ ইউনিয়নের বোয়ালমারী মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কামরুলের চায়ের দোকানের সামনে উল্টে পড়ে যায়। এসময় ট্রাকের ধাক্কায় চায়ের দোকান ভেঙে গুড়িয়ে যায়। তখন ট্রাকের চালক ও হেলপার গাড়িতে ছিলেন। ঘটনার পর তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে কামরুল বলেন, আমি দোকান খুলে রেখে সাইডে ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আমার দোকানের সামনে উল্টে যায়। এসময় ট্রাকের ধাক্কায় আমার দোকানটি ভেঙে গুড়িয়ে যায় এবং দোকানে থাকা একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি, একটি বাইসাইকেলসহ দোকানের যাবতীয় মালামাল নষ্ট হয়ে যায়। এতে আমার অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

চারুলিয়া ক্যাম্পের এসআই নওশাদ আলী বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। সবজি ভর্তি একটি ট্রাক মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ট্রাকের ধাক্কায় একটি চায়ের দোকান ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’