ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

নাগদাহ ও আইলহাঁস ইউপির নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৩৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ও আইলহাঁস ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদের হলরুমে দুই ইউনিয়নের ২৪ জন ইউপি সদস্য শপথ গ্রহণ করেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা যারা নির্বাচিত হয়েছেন, আপনাদের জনপ্রিয়তা ছিল বিধায় জনগণ আপনাকে ভোট দিয়েছে। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। কাজ করতে গেলে সমালোচনা হবে, সেই ভয়ে ঘরে বসে থাকা যাবে না। মনে রাখবেন, সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, আপনারা তৃণমূলের স্থানীয় সরকার।’

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) একরাম হোসেন, ইউপি চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল ও মিনহাজ উদ্দিন বিশ্বাস। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম ও মডেল মসজিদের ইমাম মাসুদ কামাল। সভায় নাগদাহ ও আইলহাঁস দুই ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত আসনের মোট ২৪ জন ইউপি সদস্যকে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নাগদাহ ও আইলহাঁস ইউপির নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ

আপলোড টাইম : ০৩:৩৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ও আইলহাঁস ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদের হলরুমে দুই ইউনিয়নের ২৪ জন ইউপি সদস্য শপথ গ্রহণ করেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা যারা নির্বাচিত হয়েছেন, আপনাদের জনপ্রিয়তা ছিল বিধায় জনগণ আপনাকে ভোট দিয়েছে। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। কাজ করতে গেলে সমালোচনা হবে, সেই ভয়ে ঘরে বসে থাকা যাবে না। মনে রাখবেন, সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, আপনারা তৃণমূলের স্থানীয় সরকার।’

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) একরাম হোসেন, ইউপি চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল ও মিনহাজ উদ্দিন বিশ্বাস। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম ও মডেল মসজিদের ইমাম মাসুদ কামাল। সভায় নাগদাহ ও আইলহাঁস দুই ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত আসনের মোট ২৪ জন ইউপি সদস্যকে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর।