ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

দুবাইতে গ্লোবাল বিজনেস কনফারেন্সে সাহিদুজ্জামান টরিক

এবার সময় এসেছে নিজ দেশে বিনিয়োগের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • / ৪৪ বার পড়া হয়েছে

দুবাই থেকে এসএম শাফায়েত:
এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর-বিডিচ্যামের প্রেসিডেন্ট, চুয়াডাঙ্গার কৃতি সন্তান সাহিদুজ্জামান টরিক বলেছেন, আমাদের সময় এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে দেশ। ক্রমাগত উন্নয়নশীল এই মহাযাত্রার অন্যতম অংশীদার প্রবাসী ব্যবসায়ী ও রেমিট্যান্স যোদ্ধারা। এবার সময় এসেছে নিজ দেশে বিনিয়োগের। সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক নগরী দুবাইতে আয়োজিত গ্লোবাল বিজনেস কনফারেন্সে এক বক্তব্যে এ কথা বলেন তিনি।

সাহিদুজ্জামান টরিক আরও বলেন, বাংলাদেশ এখন একটি সম্ভাবনাময়ী দেশ। যেখানে ছোট বড় যে কোন ধরনের বিনিয়োগ লাভজনক। আমাদের রয়েছে দক্ষ জনবল। সময় মতো সঠিক জায়গায় বিনিয়োগ করলে বাংলাদেশ হবে অন্যতম বিজনেস হাব। তাই সারা বিশ্বে ছড়িয়ে থাকা ব্যবসায়ীদের এক হবার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে আগামী বছর সিঙ্গাপুর ও বাংলাদেশে পৃথক বিজনেস কনফারেন্স আয়োজনের ঘোষণা দেন সাহিদুজ্জামান টরিক। দুবাইয়ের মিলেনিয়াম প্লাজা ডাউনটাউনে আয়োজিত তিনদিন ব্যাপী সম্মেলনের প্রথম দিন দুই ধাপে ইনোভেশন ও ইনভেস্টমেন্ট নিয়ে প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করেন অতিথিরা।

দেশ বিদেশের ব্যবসায়ীদের এই মহা সম্মেলনে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাস আবুধাবির রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। তিনি তার বক্তব্যে ব্যবসায়ীদের এই ঐক্যবদ্ধতার ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের নানান দিক আলোকপাত করেন। এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, এনআরবি ওয়ার্ল্ডের জেনারেল সেক্রেটারি আয়ুব আলী বাবুল ও বিবিসি বাংলার প্রখ্যাত সংবাদ পাঠিকা রোকেয়া হায়দার। এছাড়াও মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, জাপান, সিঙ্গাপুরসহ প্রায় ৪০টি দেশের দুই শতাধিক হাইপ্রোফাইল ব্যবসায়ী এতে অংশ নেন।

গতকাল শুক্রবার ২২ ডিসেম্বর শুরু হওয়া তিনদিনব্যাপী এই সম্মেলন চলবে আগামীকাল রবিবার রাত পর্যন্ত। এই সময়ে ব্যবসায়ীক প্রসার, বিনিয়োগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যবসায়ীদের সম্মাননা, একাধিক চুক্তি স্বাক্ষরের মতো বেশ কিছু কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দুবাইতে গ্লোবাল বিজনেস কনফারেন্সে সাহিদুজ্জামান টরিক

এবার সময় এসেছে নিজ দেশে বিনিয়োগের

আপলোড টাইম : ০৩:৪০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

দুবাই থেকে এসএম শাফায়েত:
এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর-বিডিচ্যামের প্রেসিডেন্ট, চুয়াডাঙ্গার কৃতি সন্তান সাহিদুজ্জামান টরিক বলেছেন, আমাদের সময় এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে দেশ। ক্রমাগত উন্নয়নশীল এই মহাযাত্রার অন্যতম অংশীদার প্রবাসী ব্যবসায়ী ও রেমিট্যান্স যোদ্ধারা। এবার সময় এসেছে নিজ দেশে বিনিয়োগের। সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক নগরী দুবাইতে আয়োজিত গ্লোবাল বিজনেস কনফারেন্সে এক বক্তব্যে এ কথা বলেন তিনি।

সাহিদুজ্জামান টরিক আরও বলেন, বাংলাদেশ এখন একটি সম্ভাবনাময়ী দেশ। যেখানে ছোট বড় যে কোন ধরনের বিনিয়োগ লাভজনক। আমাদের রয়েছে দক্ষ জনবল। সময় মতো সঠিক জায়গায় বিনিয়োগ করলে বাংলাদেশ হবে অন্যতম বিজনেস হাব। তাই সারা বিশ্বে ছড়িয়ে থাকা ব্যবসায়ীদের এক হবার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে আগামী বছর সিঙ্গাপুর ও বাংলাদেশে পৃথক বিজনেস কনফারেন্স আয়োজনের ঘোষণা দেন সাহিদুজ্জামান টরিক। দুবাইয়ের মিলেনিয়াম প্লাজা ডাউনটাউনে আয়োজিত তিনদিন ব্যাপী সম্মেলনের প্রথম দিন দুই ধাপে ইনোভেশন ও ইনভেস্টমেন্ট নিয়ে প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করেন অতিথিরা।

দেশ বিদেশের ব্যবসায়ীদের এই মহা সম্মেলনে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাস আবুধাবির রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। তিনি তার বক্তব্যে ব্যবসায়ীদের এই ঐক্যবদ্ধতার ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের নানান দিক আলোকপাত করেন। এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, এনআরবি ওয়ার্ল্ডের জেনারেল সেক্রেটারি আয়ুব আলী বাবুল ও বিবিসি বাংলার প্রখ্যাত সংবাদ পাঠিকা রোকেয়া হায়দার। এছাড়াও মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, জাপান, সিঙ্গাপুরসহ প্রায় ৪০টি দেশের দুই শতাধিক হাইপ্রোফাইল ব্যবসায়ী এতে অংশ নেন।

গতকাল শুক্রবার ২২ ডিসেম্বর শুরু হওয়া তিনদিনব্যাপী এই সম্মেলন চলবে আগামীকাল রবিবার রাত পর্যন্ত। এই সময়ে ব্যবসায়ীক প্রসার, বিনিয়োগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যবসায়ীদের সম্মাননা, একাধিক চুক্তি স্বাক্ষরের মতো বেশ কিছু কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।