ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ী!

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:২২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • / ৩৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরো দুজন আরোহী। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা নতুনপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে আবুল কালাম (৫১) নামের ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। নিহত আবুল কামাল দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মৃত নেছার আলীর ছেলে। আহতরা হলেন- একই উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মালিতাপাড়ার ওমর ফারুক মালিতার ছেলে শাকিল মালিতা (২২) ও একই উপজেলার হাওলী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবুল হাই’র ছেলে হাসিবুল ইসলাম (২৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা পাঁচটার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ ব্যবসা প্রতিষ্ঠান কার্পাসডাঙ্গা বাজারের অভিমুখে যাচ্ছিলেন আব্দুল কালাম। এসময় অপর একটি মোটরসাইকেলযোগে শাকিল ও হাসিবুল কুড়ুলগাছির বাজারের উদ্দেশ্য যাচ্ছিলেন। পথের মধ্যে কার্পাডাঙ্গার নতুনপাড়া মোড়ে পৌছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল থাকা তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয় ব্যক্তিরা তাদেরকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগে নিলে আবুল কালামের মৃত্যু হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আবুল কামালকে মৃত ঘোষনা করেন। আহত দুজনকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখেন।

চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘সন্ধ্যা ছয়টার পরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনকে জরুরি বিভাগে নেওয়া হয়। এরমধ্যে জরুরি বিভাগে নেওয়ার পরেই আবুল কালাম নামের এক বৃদ্ধর মৃত্যু হয়। তবে আহত অপর দুজন গুরুতর আহত হলেও তাদের অবস্থা শঙ্কামুক্ত। দুজনকেই জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাপসাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাঁদের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এদিকে, গতকাল রাতে নিহত আব্দুল কালামের লাশ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ। রাতেই লাশ নিয়ে পরিবারের সদস্যরা ধান্যঘরায় ফেরে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ী!

আপলোড টাইম : ১০:২২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরো দুজন আরোহী। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা নতুনপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে আবুল কালাম (৫১) নামের ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। নিহত আবুল কামাল দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মৃত নেছার আলীর ছেলে। আহতরা হলেন- একই উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মালিতাপাড়ার ওমর ফারুক মালিতার ছেলে শাকিল মালিতা (২২) ও একই উপজেলার হাওলী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবুল হাই’র ছেলে হাসিবুল ইসলাম (২৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা পাঁচটার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ ব্যবসা প্রতিষ্ঠান কার্পাসডাঙ্গা বাজারের অভিমুখে যাচ্ছিলেন আব্দুল কালাম। এসময় অপর একটি মোটরসাইকেলযোগে শাকিল ও হাসিবুল কুড়ুলগাছির বাজারের উদ্দেশ্য যাচ্ছিলেন। পথের মধ্যে কার্পাডাঙ্গার নতুনপাড়া মোড়ে পৌছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল থাকা তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয় ব্যক্তিরা তাদেরকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগে নিলে আবুল কালামের মৃত্যু হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আবুল কামালকে মৃত ঘোষনা করেন। আহত দুজনকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখেন।

চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘সন্ধ্যা ছয়টার পরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনকে জরুরি বিভাগে নেওয়া হয়। এরমধ্যে জরুরি বিভাগে নেওয়ার পরেই আবুল কালাম নামের এক বৃদ্ধর মৃত্যু হয়। তবে আহত অপর দুজন গুরুতর আহত হলেও তাদের অবস্থা শঙ্কামুক্ত। দুজনকেই জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাপসাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাঁদের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এদিকে, গতকাল রাতে নিহত আব্দুল কালামের লাশ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ। রাতেই লাশ নিয়ে পরিবারের সদস্যরা ধান্যঘরায় ফেরে।