ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় সাপের কামড়ে নারীর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় পৃথক স্থানে সাপের কামড়ে রহিমা বেগম (৫০) নামের এক নারী নিহত ও রাজিবুল ইসলাম (১৭) নামের এক যুবক আহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগমের মৃত্যু হয়। নিহত রহিমা বেগম দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর বাজারপাড়ার সিরাজুল ইসলাম বগার স্ত্রী। আহত রাজিবুল ইসলাম একই উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের পূর্বপাড়ার মৃত রহমত আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ‘গতকাল সকাল সাড়ে পাঁচটার দিকে নিজ ঘড়ে ঘুমিয়ে ছিলেন রহিমা বেগম। এসময় একটি সাপে তার পায়ে কামড় দেয়। সাপের কামড়ে রহিমা বেগম চিৎকার করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, গতকাল সন্ধ্যার বাড়ির পাশের মাঠে খেলা শেষে বাড়ি ফিরছিল রাজিবুল। ফেরার সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। এসময় সে চিৎকার করে দ্রুত বাড়িতে জানালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ছিল।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘সকালে সাপের কামড়ের শিকার এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীর বলেন, ‘দর্শনা ধানাধীন কুড়ালগাছি ইউনিয়নের ঠাকুরপুরে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় সাপের কামড়ে নারীর মৃত্যু

আপলোড টাইম : ০৮:৩৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় পৃথক স্থানে সাপের কামড়ে রহিমা বেগম (৫০) নামের এক নারী নিহত ও রাজিবুল ইসলাম (১৭) নামের এক যুবক আহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগমের মৃত্যু হয়। নিহত রহিমা বেগম দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর বাজারপাড়ার সিরাজুল ইসলাম বগার স্ত্রী। আহত রাজিবুল ইসলাম একই উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের পূর্বপাড়ার মৃত রহমত আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ‘গতকাল সকাল সাড়ে পাঁচটার দিকে নিজ ঘড়ে ঘুমিয়ে ছিলেন রহিমা বেগম। এসময় একটি সাপে তার পায়ে কামড় দেয়। সাপের কামড়ে রহিমা বেগম চিৎকার করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, গতকাল সন্ধ্যার বাড়ির পাশের মাঠে খেলা শেষে বাড়ি ফিরছিল রাজিবুল। ফেরার সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। এসময় সে চিৎকার করে দ্রুত বাড়িতে জানালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ছিল।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘সকালে সাপের কামড়ের শিকার এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীর বলেন, ‘দর্শনা ধানাধীন কুড়ালগাছি ইউনিয়নের ঠাকুরপুরে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’