ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় মোটরসাইকেলের দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দামুহুদায় দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আজিজুল হক (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও চারজন। গতকাল রোববার রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার চণ্ডিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন ও গুরুতর জখম দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নিহত আজিজুল হক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আবাসন প্রকল্পের ডাব বিক্রেতা আব্দুল আলিমের ছেলে। আহতরা হলেন- একই উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কলেজপাড়ার শহিদুল ইসলামের ছেলে রাহুল (১৯), একই গ্রামের পূর্বপাড়ার মিজানুর রহমানের ছেলে হৃদয় হোসেন (১৯), চণ্ডিপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে রাতুল (২২) ও একই উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যধারা গ্রামের আবু কাশেমের ছেলে রাজু আহমেদ (২১)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজিজুল ও তাঁর দুই বন্ধু মিলে তাদের গ্রাম থেকে একটি মোটরসাইকেলযোগে দর্শনা বাজারে যাচ্ছিলেন। পথের মধ্যে চণ্ডিপুর নামক স্থানে পৌছালে বিপরীত থেকে আসে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা আরোহীরা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আজিজুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর জখম অন্য চারজনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে রাজু ও রাতুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, ‘সড়ক দুর্ঘটনার শিকার কয়েকজন যুবককে স্থানীয় ব্যক্তিরা জরুরি বিভাগে নেয়। এদের মধ্যে আজিজুল নামের এক যুবককে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে দুজনকে ভর্তি রাখা হয়েছে। গুরুতর জখম অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ‘দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাটি জানার পরেই থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে প্রেরণ করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় মোটরসাইকেলের দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

আপলোড টাইম : ১০:৩৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: দামুহুদায় দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আজিজুল হক (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও চারজন। গতকাল রোববার রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার চণ্ডিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন ও গুরুতর জখম দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নিহত আজিজুল হক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আবাসন প্রকল্পের ডাব বিক্রেতা আব্দুল আলিমের ছেলে। আহতরা হলেন- একই উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কলেজপাড়ার শহিদুল ইসলামের ছেলে রাহুল (১৯), একই গ্রামের পূর্বপাড়ার মিজানুর রহমানের ছেলে হৃদয় হোসেন (১৯), চণ্ডিপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে রাতুল (২২) ও একই উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যধারা গ্রামের আবু কাশেমের ছেলে রাজু আহমেদ (২১)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজিজুল ও তাঁর দুই বন্ধু মিলে তাদের গ্রাম থেকে একটি মোটরসাইকেলযোগে দর্শনা বাজারে যাচ্ছিলেন। পথের মধ্যে চণ্ডিপুর নামক স্থানে পৌছালে বিপরীত থেকে আসে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা আরোহীরা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আজিজুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর জখম অন্য চারজনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে রাজু ও রাতুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, ‘সড়ক দুর্ঘটনার শিকার কয়েকজন যুবককে স্থানীয় ব্যক্তিরা জরুরি বিভাগে নেয়। এদের মধ্যে আজিজুল নামের এক যুবককে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে দুজনকে ভর্তি রাখা হয়েছে। গুরুতর জখম অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ‘দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাটি জানার পরেই থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে প্রেরণ করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।’